Good News: রাজ্যের বড় পদক্ষেপ, চাকরির পোর্টালে নাম ২০১৬ যোগ্য শিক্ষকদের

13326
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে সদ্যই ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। চাকরি হারানোর প্রতিবাদে আন্দোলন করছেন চাকরিহারারা। এরই মধ্যে যোগ্য শিক্ষকদের জন্য কিছুটা ভালো খবর সামনে এল। বেশকিছু দিন বন্ধ থাকার পরে স্কুলের স্যালারি পোর্টাল খুলে গেল। জানালেন রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকেরা। ওই পোর্টালে রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের নাম। 

পড়ুন:  SSC নতুন পরীক্ষা নিয়ে বিকাশরঞ্জনের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ, জানালেন এই কথা

ভবানীপুর মিত্র ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রাজা দে বলেন, ‘খুব ভালো খবর। কিছুক্ষণ আগেই স্যালারি পোর্টাল খুলেছে। দেখলাম সেখানে আমাদের স্কুলের চাকরিহারা শিক্ষকদেরও নাম রয়েছে। আমি সব শিক্ষকের নাম-সহ বেতন পোর্টালে আপলোড করে দিয়েছি।’

এসএসসি (SSC) চাকরিহারা শিক্ষক সমাজের পাশে রয়েছে রাজ্য সরকার। বারেবারেই শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য যে পদক্ষেপ প্রয়োজন তা দ্রুত তৈরিতে টাস্ক ফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে প্রকাশিত হল যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তালিকা। বুধবার দুপুরে সরকারি পোর্টালে যোগ্য শিক্ষকদের নাম এসেছে।

সুপ্রিম কোর্টে এসএসসি (SSC) মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যোগ্য-অযোগ্য নির্বাচন সম্ভব। তবে বৃহত্তর দুর্নীতির কথা বলে ২৫ হাজার ৭৫২ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে যোগ্য শিক্ষকদের নাম বেতন পোর্টালে আপলোড করা হয়েছে। 

পড়ুন:  SSC: তিন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এবার এসএসসিকে চিঠি রাজ্য পুলিশের