SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত করছে স্কুল সার্ভিস কমিশন। চলছে স্কুল বাছাইয়ের কাউন্সিলিং প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের শেষে মোট অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখা হল ২০৭২ জন। মঙ্গলবার ছিল বাংলা মাধ্যমের কাউন্সেলিংয়ের শেষ দিন। যেখানে ডাকা হয়েছিল ৫০৮ জন তালিকাভুক্ত চাকরিপ্রার্থীকে। এর মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ছিল ৮৩।
শেষ হল উচ্চ প্রাথমিকের মেধাতালিকা ভুক্ত চাকরি প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া। প্যানেলভুক্ত ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছিল। এঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২০৭২। যা শতাংশের নিরিখে প্রায় ২৪।
২৮ অগস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ এবং ২৫ অক্টোবর শীর্ষ আদালত সেই রায় বহাল রাখে। সেখানে ১৪,০৫২ জন প্রার্থীর কাউন্সেলিংয়ের কথা জানায়। সেই মতো পুজোর আগে ৩ অক্টোবর কাউন্সেলিং শুরু করে এসএসসি।
এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘প্যানেলভুক্ত সমস্ত চাকরিপ্রার্থীর কাউন্সেলিং দ্রুত এবং সুস্থ ভাবে সম্পন্ন করা গিয়েছে। তবে বেশ কিছু প্রার্থী অনুপস্থিত ছিলেন, অনেকে চাকরি প্রত্যাখ্যানও করেছেন। অপেক্ষমাণ চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু করার কাজ আমরা দ্রুত শুরু করার চেষ্টা করব।’’
কিন্তু কেন এতজন অনুপস্থিত? মনে করা হচ্ছে, অধিকাংশ প্রার্থীই প্রাথমিক স্তরে চাকরি পেয়েছেন। বাড়ির কাছাকাছি স্কুল এবং আর্থিক সুযোগ-সুবিধাও বেড়ে প্রায় উচ্চ প্রাথমিকের সমান হয়ে যাওয়ায় তাঁরা মুখ ফিরিয়েছেন। আবার অনেকে অন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরিও পেয়ে গিয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে দ্রুত দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু করার দাবি জোরালো হচ্ছে।