BIG NEWS: দীর্ঘ অপেক্ষার পর 10% আসনের জন্য শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন

এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে, এটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে যোগ্যদের একটি অস্থায়ী তালিকা (প্রাথমিক যাচাইয়ের পরে প্রস্তুত হিসাবে) ওয়েবসাইটে আপলোড....

6528
এসএসসি SSC শিক্ষক

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: এবার উচ্চ প্রাথমিক স্তরের ক্লাসের জন্য 10% আসনের জন্য প্যারা টিচারদের জন্য সংরক্ষিত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হল। এই নিয়ে এসএসসির গুরুত্বপূর্ণ নোটিশ এল। প্যারা টিচারদের এই তালিকা থেকে বাছাই করে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেখান থেকে দশ শতাংশ প্যারা টিচার নিয়োগ পাবেন। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যোগ্য প্রার্থী না পেলে সেগুলির ভ্যাকসেন্সি থেকে যাবে।

পড়ুন:  SSC-TET: এক হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়ে শিক্ষক পদে চাকরি! 40 পৃষ্ঠার চার্জশিটে যা বলা হল

1st SLST, 2016-এর ক্ষেত্রে উচ্চ প্রাথমিক স্তরের জন্য সংরক্ষিত (প্যারা-শিক্ষক) 10% আসনের জন্য যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা (AT) প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে, এটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে যোগ্যদের একটি অস্থায়ী তালিকা (প্রাথমিক যাচাইয়ের পরে প্রস্তুত হিসাবে) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এটি উচ্চ প্রাথমিকের জন্য 1st SLST, 2016 (AT) এর নিয়োগ প্রক্রিয়ায় প্যারা শিক্ষকদের জন্য সংরক্ষিত 10% আসনের জন্য সংরক্ষিত। এই তালিকায় সেই প্রার্থীদের নাম রয়েছে যারা ইতিমধ্যেই হাজির হয়েছেন।

পড়ুন:  এসএসসি: সুপ্রিম কোর্টে SSCর ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি হতে পারে এই দিনে, বড় খবর

উল্লেখ্য যে (i) উপরের তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করে না ইন্টারভিউয়ের তালিকায় অন্তর্ভুক্তি, যা কঠোরভাবে নির্ধারণ করা হবে শূন্য পদের 1:1.4 নির্ধারিত অনুপাত এবং প্রাসঙ্গিক নির্বাচনের নিয়ম মেনে,

(ii) বয়স সীমা গণনা চূড়ান্ত হবে 2022 এর WPA 23334 এর ফলাফল অনুযায়ী, এবং 

পড়ুন:  'তৃণমূল জমানায় সব চাকরির একই পরিণতি হবে,' বিস্ফোরক দাবি করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

(iii) সমস্ত প্রাসঙ্গিক নথি থাকতে হবে।

Preliminary List of candidates found eligible in respect of 1st SLST, 2016 (AT) for Upper Primary level of classes for the 10% seats reserved for Para-Teachers      

Click here to view the Notice