বেতন বৃদ্ধি, নোটিশ জারি: এবার একধাক্কায় তিন হাজার টাকা বেতন বাড়ল রাজ্যের বেশকিছু কর্মীদের। বেতন বৃদ্ধি নিয়ে নোটিশ জারি করে জানাল রাজ্য সরকার। বেতন বাড়ল ইএসআই-য়ে কর্মরত গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের। তাঁদের বেতন মাসে ১২,০০০ টাকা থেকে বেড়ে ১৫,০০০ টাকা করা হল। অর্থাৎ মাসে ৩ হাজার টাকা করে বৃদ্ধি পেল। রাজ্য সরকারের পক্ষ থেকে বুধবার ২৭ নভেম্বর এই মর্মে নোটিস জারি করা হয়েছে।
আসলে রাজ্য শ্রম কমিশন বিজ্ঞপ্তি দিয়ে গ্রুপ ডি পদে এই অস্থায়ী কর্মীদের রাজ্যের বিভিন্ন ইএসআই প্রতিষ্ঠানগুলিতে নিযুক্ত করেছিল। বেতন বৃদ্ধির জন্য তাঁরা দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তাঁদের আবেদনে সাড়া দিয়ে বেতন বৃদ্ধি করার ঘোষণা করা হল। বুধবার সেই সম্পর্কিত নোটিস জারি করা হয়েছে।
এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন-এর আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, “জনদরদী ও কর্মীদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। তিনি যে সবসময় কর্মীদের কথা ভাবেন তার প্রমাণ এই বেতন বৃদ্ধি। এর ফলে উপকৃত হবেন ইএসআইয়ে কর্মরত ৮১৮ জন গ্রুপ ডি কর্মী। বর্ধিত বেতন চলতি নভেম্বর থেকেই তাঁরা পাবেন।”
ইতিমধ্যেই রাজ্যের আরও কয়েকটি ক্ষেত্রের কর্মীরাও তাঁদের বেতন বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন এবং তাঁদের বিষয়গুলিও সরকারের পক্ষ থেকে খুঁটিয়ে দেখা হচ্ছে।প্রতাপ নায়েক এই বিষয়ে জানিয়েছেন, “আরও কয়েকটি ক্ষেত্রে কর্মচারীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”