Homeচাকরির খবরদ্রুত বের হবে শিক্ষক নিয়োগের ফল! যা জানাল কমিশন.... জেনেনিন এক ক্লিকেই

দ্রুত বের হবে শিক্ষক নিয়োগের ফল! যা জানাল কমিশন…. জেনেনিন এক ক্লিকেই

প্রসঙ্গত উল্লেখ্য, টেট ও নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলে ১ হাজার ৭২৯ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট ২৮ জানুয়ারি আরবি বিষয়ে টেটে পরীক্ষা দেন ২ লক্ষ ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী। অন্যদিকে, গত ৩ মার্চ....

শিক্ষক নিয়োগের ফল: দ্রুত বের হবে শিক্ষক নিয়োগের ফল। দ্রুত বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে, সপ্তাহ খানেকের মধ্যেই মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে, ২৮ জানুয়ারি টেট পরীক্ষা নেওয়া হয়। ৩রা মার্চ নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে দ্রুত শিক্ষক দেওয়া শুরু হবে। যদিও পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ এখনও জানায়নি কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, টেট ও নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলে ১ হাজার ৭২৯ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট ২৮ জানুয়ারি আরবি বিষয়ে টেটে পরীক্ষা দেন ২ লক্ষ ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী। অন্যদিকে, গত ৩ মার্চ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। সেখানেও কয়েক লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসেন।

মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকার শূণ্যপদ ১৪ হাজার। এর মধ্যে ১০ হাজার শিক্ষক নিযুক্ত রয়েছেন। মোট ৩০ শতাংশ অমুসলিম শিক্ষক-শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠনপাঠনের দায়িত্বে রয়েছেন। কয়েক হাজার শূন্যপদ পড়ে রয়েছে। এই পদগুলিতেও দ্রুত শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments