Homeপশ্চিমবঙ্গSSC: তবে কি আগামীকালই নয়া বিজ্ঞপ্তি বের করছে স্কুল সার্ভিস কমিশন? যা...

SSC: তবে কি আগামীকালই নয়া বিজ্ঞপ্তি বের করছে স্কুল সার্ভিস কমিশন? যা জানা গেল

SSC নতুন বিজ্ঞপ্তি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেওয়ার পর খুব দ্রুত ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সম্ভবত সোমবারই ওই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। তবে সুপ্রিম কোর্টের রায়ে দুই একটি বিষয় পরিষ্কার না হওয়ায় চিন্তায় রয়েছে কমিশন।

শনিবারও কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধুমাত্র ২০১৬ সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরাই এবার পরীক্ষায় বসতে

পারবেন, নাকি নতুন প্রার্থীদেরও সুযোগ দেওয়া যাবে, তা নিয়ে এখনও সংশয়ে এসএসসি-র কর্তারা। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই। তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদনও জানাতে পারে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন। তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশনও। শুক্রবার এসএসসি-র চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। কমিশনের এই মনোভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু’ মারফত কমিশনের চেয়ারম্যানের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে। এরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে বলে জানাচ্ছে কমিশন।

মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার দ্রুত নিয়োগের কথা জানালেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর আগে তিনি জানিয়েছিলেন এত বড় নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করা যাবে না! এই বিষয়টি নিয়ে তিনি এবার বললেন, তিন মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু তো হবেই। এমনকী, দু’মাসের মধ্যে সেই কাজ শেষ করার চেষ্টা হবে।

নিজের বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে সিদ্ধার্থবাবুর বলেন, শুক্রবার সাংবাদিক বৈঠকে তাঁর একটি মন্তব্য নিয়ে প্রকাশিত খবরে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি জানিয়েছিলেন, তিন মাসের মধ্যে এই নিয়োগ সম্পন্ন হওয়া সম্ভব নয়। শনিবার তার ব্যাখ্যা দিয়ে সিদ্ধার্থবাবু বলেন, ‘একটি নিয়োগ প্যানেলের বৈধতা থাকে এক বছর। তাই ততদিন পর্যন্ত নিয়োগ পুরোপুরি সমাপ্ত বলে দাবি করা যায় না। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই ব্যাখ্যাই দিয়েছিলাম।’ যদিও সিংহভাগ নিয়োগ তিনমাস, এমনকী দু’মাসের মধ্যেই শেষ করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। এসএসসি এবং আদালতের বিচারে সরাসরি অযোগ্যদের বাদ দিয়েই চলবে এই নিয়োগ প্রক্রিয়া।

পড়ুন:  বিস্ফোরক তথ্য, গোপন কথোপকথনের সামনে এল! পার্থকে নিয়ে এই খবর জানলে অবাক হয়ে যাবেন

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব মনোজ পন্থ। প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার ঘটনায় রাজ্য সরকার যে চরম বিব্রত, তা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই তড়িঘড়ি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments