Homeপশ্চিমবঙ্গSSC: যোগ্য শিক্ষকদের দাবিতে শহিদ মিনারে কংগ্রেস, আন্দোলনে পাশে থেকে যা বলা...

SSC: যোগ্য শিক্ষকদের দাবিতে শহিদ মিনারে কংগ্রেস, আন্দোলনে পাশে থেকে যা বলা হল

স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি আগামীকাল।

নিউজ ডেস্ক: নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে (SSC) ২০১৬ সালের প্যানেলে থাকা যোগ্য শিক্ষকদের দাবিতে উত্তাল শহিদ মিনার ময়দান। প্যানেলে থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি-প্রার্থীদের আলাদা তালিকা তৈরি করার দাবিতে যৌথ মঞ্চের তরফে ধারাবাহিক ধর্না আন্দোলন চলছে। রবিবার এই আন্দোলনে সংহতি প্রকাশ করে সেখানে পৌঁছলেন কংগ্রেস নেতৃত্ব।

কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। তাঁরা আন্দোলনরত প্রার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “যোগ্য প্রার্থীদের চাকরি বঞ্চনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। কমিশনকে অবিলম্বে যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করতে হবে।”

প্যানেল বাতিলের পর সুপ্রিম কোর্টে মামলা চলছে

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের পুরো শিক্ষক নিয়োগ প্যানেল কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। আদালতের রায়ে পুরো প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করে। তবে যোগ্য প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে যৌথ মঞ্চ। এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

যোগ্যদের দাবি ও আন্দোলনের প্রসঙ্গ

পড়ুন:  মোট ৫৭,২০৮ শূন্যপদে নিয়োগ! পরীক্ষার সূচি প্রকাশ SSC-র, কবে কবে পরীক্ষা? রইল বিস্তারিত তালিকা

যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, “আমরা চাই যোগ্য এবং অযোগ্যদের সঠিকভাবে পৃথকীকরণ করা হোক। যারা যোগ্য, তাদের চাকরি দ্রুত নিশ্চিত করা উচিত। SSC প্রয়োজনীয় পদক্ষেপ নিক।”

কংগ্রেসের বার্তা

আন্দোলন মঞ্চ থেকে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, “এই আন্দোলন সম্পূর্ণ যুক্তিসঙ্গত। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তবে যোগ্যদের চাকরি বাতিল হওয়া ঠিক নয়। কংগ্রেস সর্বতোভাবে এই আন্দোলনের পাশে রয়েছে। আমরা বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও সুপ্রিম কোর্টের কাছে সঠিক পদক্ষেপের দাবি জানাব।”

পড়ুন:  'এতে কোনও সমস্যা হবে না...', টানা কাউন্সেলিং নিয়ে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, জানালেন এই কথা

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান

যোগ্য প্রার্থীদের এই আন্দোলন ক্রমেই বড় আকার ধারণ করছে। রাজনৈতিক মহল মনে করছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ আরও জোরদার হতে পারে। কংগ্রেসের সমর্থন পাওয়ায় আন্দোলনকারীরা নতুন উদ্দীপনা পেয়েছেন। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন আন্দোলনকারীরা। আগামিকাল ৭ জানুয়ারী সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments