Mamata Banerjee: উপনির্বাচনে সবুজ ঝড়ের মধ্যে বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, জানালেন এই কথা

শনিবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হওয়ার পথে তৃণমূল। পাঁচটি আসনে ইতিমধ্যেই জয় এসেছে, আরও একটি আসনে জয়ের পথে তৃনমূল। এর পরেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

537
ভোটের ফল জয় তৃণমূলের

Mamata Banerjee, By Polls Result: রাজ্যে উপনির্বাচনের ভোট গণনা চলছে। তাতে বিপুল জয় পেতে চলেছে শাসকদল তৃনমূল কংগ্রেস। শনিবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হওয়ার পথে তৃণমূল। পাঁচটি আসনে ইতিমধ্যেই জয় এসেছে, আরও একটি আসনে জয়ের পথে তৃনমূল। এর পরেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমরা জমিদার নই, অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম।’

সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়ে মমতা লিখলেন, ‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে’।

শাসক নয়, তাঁর সরকার মানুষের পাহারাদার বলেও এদিন মন্তব্য করেন মমতা। লেখেন, ‘মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা’! উপনির্বাচনের ঠিক পরই, মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের দলীয় বৈঠক রয়েছে। সেখানে মমতা কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

মাদারিহাটে প্রথমবার জয় তৃণমূলের

পড়ুন:  কোনও নথি দেখাতেই পারলেন না! নেতাজি ইনডোরে চাকরিহারাদের লাইন থেকে আটক 'অযোগ্য' শিক্ষক

মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো ৩০হাজারের বেশি ভোটে জয়ী। এর আগে লাগাতার এই আসনে জয়ী হয়ে এসেছে বিজেপি। লোকসভা ভোটেও এই আসনে এগিয়ে ছিল মাদারিহাটে।

সিতাইয়ে ১ লক্ষ ৩০ হাজার ভোটে জয়ী তৃণমূল

কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে দ্বাদশ রাউন্ড শেষে ১ লক্ষ ৩০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়।

পড়ুন:  RG Kar Protest: অভয়া হত্যাকন্ডে ন্যায়বিচার দিতে সরকার, পুলিশ, সিবিআই এবং আদালত ব্যর্থ! জনতার আদালতে এল রায়

নৈহাটিতে ৪৮৯১০ ভোটে জয়ী তৃণমূলের সনৎ দে

নৈহাটিতে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৮৯১০ ভোটে এগিয়ে থেকে জয়ী হয়েছেন।

হাড়োয়ায় বিপুল ভোটে জয়ী তৃণমূলের

বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। হাড়োয়ায় ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।

পড়ুন:  শোক সংবাদ: শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু! ২২ বছর ধরে শিক্ষা দান করছিলেন, ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য

মেদিনীপুরে জয় তৃনমূলের

মেদিনীপুরে জয়ী তৃণমূলের সুজয় হাজরা। পাঁচটি কেন্দ্রেই জয়ী জোড়াফুল শিবির। মেদিনীপুরে ১৪ রাউন্ডে ৩১ হাজার ৪০০ ভোটে এগিয়ে ছিল তৃণমূল।

তালডাংরা ভোটে বিপুল জয় তৃণমূলের

তালডাংরা জয়ের পথে তৃণমূল, সিমলাপালে প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের গাড়ি ঘিরে তৃণমূলকর্মীদের বিজয় উল্লাস। তালডাংরাতে ৩৩ হাজারের বেশি ভোটে জয়ী TMC প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।