HomeIndiaJharkhand Election Result: ঝাড়খন্ডে আশা শেষ বিজেপির! বিরাট জয় কংগ্রেস জোটের, দেখেনিন...

Jharkhand Election Result: ঝাড়খন্ডে আশা শেষ বিজেপির! বিরাট জয় কংগ্রেস জোটের, দেখেনিন বিস্তারিত ফলাফল

288 আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে, বিপুল আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট। তবে ঝাড়খন্ডে উল্টো হওয়া বইছে। সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। জেএমএম, কংগ্রেস, আরজেডি এবং...

Jharkhand Election Result: আজ সকাল ৮টায় শুরু হওয়া মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং ফলাফলের দিকে সকলের দৃষ্টি রয়েছে। মহারাষ্ট্রে বিরাট জয়ের পথে NDA জোট। অন্যদিকে, ঝাড়খন্ডে বড় জয় পেতে চলেছে ইন্ডিয়া জোট।

Jharkhand Election Result হেমন্ত সোরেন

288 আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে, বিপুল আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট। তবে ঝাড়খন্ডে উল্টো হওয়া বইছে। সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। জেএমএম, কংগ্রেস, আরজেডি এবং সিপিআই (এমএল) লিবারেশন যৌথভাবে ইন্ডিয়া ব্লকের অধীনে ঝাড়খণ্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে আছে বিজেপি জোট।

বিজেপি লড়াইয়ে নেমেছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (AJSU), সংযুক্ত জনতা দল (JDU)-কে সঙ্গে নিয়ে। এখনও পর্যন্ত গণনা যেভাবে চলছে, তাতে ঝাড়খণ্ডে ফের হেমন্ত সরকারের প্রত্যাবর্তন ঘটতে চলেছে।

JHARKHAND (81/81)To Win – 41
NDA: 23
INDIA: 57
OTH: 01

Party Wise Results
Party Won Leading Total
Jharkhand Mukti Morcha – JMM 0 33 33
Bharatiya Janata Party – BJP 0 22 22
Indian National Congress – INC 0 16 16
Rashtriya Janata Dal – RJD 0 5 5
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) – CPI(ML)(L) 0 2 2
Lok Janshakti Party(Ram Vilas) – LJPRV 0 1 1
Jharkhand Loktantrik Krantikari Morcha – JLKM 0 1 1
Janata Dal (United) – JD(U) 0 1 1
Total 0 81 81
পড়ুন:  DA News: এবার এই কর্মীদের ডিএ বাড়ল ২.৬৩ শতাংশ! কোন কর্মীর কত টাকা মহার্ঘ ভাতা বৃদ্ধি? দেখেনিন পুরো হিসাব
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!