নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা মত ইন্টার্নশিপ স্কিমে (PM Internship Scheme) চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী। আজ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হল। এর আগে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস বিগত ৩ অক্টোবর উদ্বোধন করেছিল এই ইন্টার্নশিপ স্কিমের পোর্টাল। এই স্কিমে এর আগে ১৯৩টি সংস্থা দেশের যুবকদের শিক্ষানবিশির সুযোগ দিয়েছে।
৭৩৭টি জেলায় চাকরি হবে
এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে ২০টি সেক্টরে যুবকদের চাকরি দেওয়া হচ্ছে। অপারেশনস, ম্যানেজমেন্ট, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, মেনটেন্যান্স, সেলস অ্যান্ড মার্কেটিং ইত্যাদি সেক্টরে চাকরি পাওয়ার সুযোগ বেশি শিক্ষার্থীদের। এই চাকরি পাওয়া যাবে দেশের মোট ৭৩৭টি জেলায়।
কারা আবেদন করবেন?
এই ইন্টার্নশিপ স্কিমের অধীনে নাম নথিভুক্ত করাতে চাইলে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট থাকতে হবে, অথবা পলিটেকনিক ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তবে যারা কোনও চাকরিতে যোগ দিয়েছেন বা এখনও পড়াশোনা করছেন তারা এই স্কিমের অধীনে শিক্ষানবিশির সুযোগ পাবেন না।
তারিখ
ইন্টার্নশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর অর্থাৎ আজ থেকে। পিএম জীবন জ্যোতি বিমা এবং পিএম সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত প্রার্থীদেরও এই স্কিমের আওতায় আনা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য অনলাইন আবেদন ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা pminternship.mca.gov.in-এ গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারেন। এই প্রকল্পের অধীনে ইন্টার্নশিপ চলাকালীন যুবকদের প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের উদ্দেশ্য যুবকদের কর্মসংস্থানযোগ্য করে তোলা। বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম শুরু হয়েছে। এই প্রকল্পটি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় প্রস্তাব করেছিলেন।