DA News: সরকারি কর্মচারীদের ১৮% DA বাড়তে পারে! ভাবনাচিন্তা শুরু রাজ্যের, কবে মিলবে বকেয়া ডিএ?

১৮ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে সরকারি কর্মচারীদের! এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য চমকাতে পারে। এর কারণ হল, ১৮ শতাংশ ডিএ বাড়তে পারে তাঁদের।

2183
DA News মহার্ঘ ভাতা

DA News: ১৮ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে সরকারি কর্মচারীদের! এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য চমকাতে পারে। এর কারণ হল, ১৮ শতাংশ ডিএ বাড়তে পারে তাঁদের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে তাঁদের প্রাপ্ত DA র হার অনেকটাই কম। এই নিয়ে কর্মীদের মধ্যে তুমুল অসন্তোষও আছে। আর সেই আবহে বড় খবর সামনে এল।

পড়ুন:  New Pay Commission: 2025 সালের মধ্যে কর্মচারীরা বিরাট উপহার পাবেন! বেতন ও পেনশন এত টাকা বাড়বে

জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে ১৮ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হল। তবে একলপ্তে ১৮ শতাংশ ডিএ বাড়ানো হবে না।  একাধিক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে নয়া অর্থবর্ষের বাজেট নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। আর সেটার অঙ্গ হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। 




উৎসবের আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের তিন বা চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। চার শতাংশ ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়তে পারে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুজো বা দীপাবলির আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের তিন বা চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। 

২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে ৬৪ শতাংশে নিয়ে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়িয়ে ৬৪ শতাংশ করা হতে পারে। যদি সত্যিই এটা হয়, তবে দারুন খবর হবে সেরাজ্যের সরকারি কর্মীদের জন্য।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: বাংলায় সপ্তম বেতন কমিশন হবে চালু হতে পারে? তবে কি বাম আমলের ট্রেন্ড অনুসরণ হবে?