Homeপশ্চিমবঙ্গছুটির তালিকা ঘোষণার মধ্যেই বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে এল বিশেষ...

ছুটির তালিকা ঘোষণার মধ্যেই বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে এল বিশেষ বার্তা

এই মুহুর্তে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার হল ১৪ শতাংশ। এই ১৪ শতাংশের মধ্যে ২০২৪ সালেই আট শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। জানুয়ারিতে চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল নবান্ন।

DA NEWS: পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। এরই মধ্যে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা এল।

বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মন্তব্য করেছেন, ‘২০২৫ সালের পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা (প্রকাশ করা হয়েছে) রাজ্য ডিএ প্রদানে লাস্ট হলেও ছুটি প্রদানে ফার্স্ট (প্রথম)। মাননীয়া মুখ্যমন্ত্রী তা স্বীকার করে বলেছেন, ডিএ কম হলেও এই রাজ্যে সরকারি কর্মীদের ছুটি প্রচুর, তাই কর্মীদের ভ্যালু অ্যাড করতে হবে। সত্যিই বড় বিচিত্র যুক্তি।’

তবে কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে ডিএ বাড়বে? আপাতত এই বিষয়ে কোনও উত্তর নেই। কারণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনিতে গত বছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ২০২৪ সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে। এবারও সেরকম কোনও ঘোষণা করা হয় কিনা, সেদিকে তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

এই মুহুর্তে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার হল ১৪ শতাংশ। এই ১৪ শতাংশের মধ্যে ২০২৪ সালেই আট শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। জানুয়ারিতে চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল নবান্ন। আর তারপর এপ্রিল আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। তারপর আর ডিএ ঘোষনা হয়নি। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। যা ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হয়েছে। আর তার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএয়ের ফারাক দাঁড়িয়েছে ৩৯ শতাংশ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments