অস্থায়ী কর্মীদের গাধার মত খাটিয়ে নেওয়া হচ্ছে! সাংসদদের ভাতা, পেনশনে বিপুল বৃদ্ধি নিয়ে প্রশ্ন

2215
ইন্টার্নশিপ ভাতা মাসিক টাকা

নিউজ ডেস্ক: কেন্দ্র সোমবার সংসদ সদস্যদের (এমপি) এবং প্রাক্তন সংসদ সদস্যদের বেতন, পেনশন এবং অতিরিক্ত পেনশনের একটি সংশোধন ঘোষণা করেছে এবং বর্তমান সংসদ সদস্যদের বেতন 24 শতাংশ বৃদ্ধির বিজ্ঞপ্তি দিয়েছে।

সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বর্তমান সদস্যদের দৈনিক ভাতা এবং প্রাক্তন সদস্যদের জন্য পেনশন এবং অতিরিক্ত পেনশন বৃদ্ধি করা হয়েছে।

1961 সালের আয়কর আইনে উল্লিখিত ব্যয় মূল্যস্ফীতি সূচকের উপর ভিত্তি করে সংসদ সদস্যদের বেতন, ভাতা এবং পেনশন আইনের অধীনে প্রদত্ত ক্ষমতার প্রয়োগে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এমপিদের জন্য সংশোধিত সুবিধা:

বেতন: এমপিদের মাসিক বেতন ₹1,00,000 থেকে ₹1,24,000 করা হয়েছে।

পড়ুন:  সুখবর: অ্যাকাউন্টে ঢুকবে ২০০০-২০০০ টাকা! সুখবর এল, আপনি এই ভাবে আবেদন করুন

দৈনিক ভাতা: দৈনিক ভাতা ₹2,000 থেকে ₹2,500 করা হয়েছে।

প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন প্রতি মাসে ₹25,000 থেকে বাড়িয়ে প্রতি মাসে ₹31,000 করা হয়েছে।

পাঁচ বছরের বেশি সার্ভিস দেবাদের প্রতি বছরের জন্য অতিরিক্ত পেনশন প্রতি মাসে ₹2,000 থেকে বাড়িয়ে ₹2,500 প্রতি মাসে করা হয়েছে।

পড়ুন:  New Pay Commission: 2025 সালের মধ্যে কর্মচারীরা বিরাট উপহার পাবেন! বেতন ও পেনশন এত টাকা বাড়বে

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারন সম্পাদক কিংকর অধিকারী বলেন, “দেশ সেবার নামে সাংসদদের ভাতা, পেনশন ইত্যাদি বেড়ে গেল! মুদ্রাস্ফীতি জন্য ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই বৃদ্ধি! অথচ অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মীদের নামমাত্র অর্থ দিয়ে মধ্যযুগীয় প্রথায় গাধার মত খাটিয়ে নেওয়া হচ্ছে। ওরা ভোটে জিতে নিজেদের ভাতা বাড়িয়ে নেয় আর ন্যায্য দাবি আদায়ের জন্য মানুষকে আন্দোলন করতে হয়। তাঁদের জন্য এদের ভাবনা নেই! এই সিদ্ধান্তকে ধিক্কার জানাই।”