Homeভারতক্লাসে বসে পর্ন দেখছেন শিক্ষক! উঁকি মেরে দেখে ফেলল আট বছরের ছাত্র,...

ক্লাসে বসে পর্ন দেখছেন শিক্ষক! উঁকি মেরে দেখে ফেলল আট বছরের ছাত্র, এরপর যা হল…

নিউজ ডেস্ক: এবার এক চরম ন্যাক্কারজনক খবর সামনে এল। ক্লাসের মধ্যে বসেই পর্নোগ্রাফি ভিডিয়ো দেখছিলেন শিক্ষক! উঁকি মেরে তাঁর ফোনে সেই ভিডিয়ো দেখে ফেলে এক ছাত্র। আট বছরের সেই খুদে বাকিদের সঙ্গে হাসাহাসি শুরু করেছিল। এরপর ওই স্কুল শিক্ষক আট বছর বয়সী ছাত্রকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। শনিবার ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের ঝাঁসিতে। জানা যাচ্ছে, উঁকি মেরে তাঁর ফোনে সেই ভিডিয়ো দেখে ফেলে এক ছাত্র। 

অভিযোগ ওই শিক্ষক ছেলেটির চুল ধরে এবং তার মাথা দেয়ালে ঠেসে দেয়। জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম কুলদীপ যাদব।

ছাত্রের বাবা জানিয়েছেন, ওই শিক্ষক ক্লাসরুমে তার মোবাইল ফোনে একটি পর্ণ ভিডিও দেখছিলেন, ছাত্ররা এই নিয়ে আলোচনা করতে শুরু করে এবং নিজেদের মধ্যে হাসতে শুরু করে। ছাত্রদের প্রতিক্রিয়া শিক্ষক ক্ষুব্ধ হয়ে আমার ছেলেকে গালিগালাজ করেন এবং নৃশংসভাবে মারধর করেন। তিনি আমার ছেলেকে তার চুল ধরে তার মাথা দেয়ালে চাপ দেন। তিনি তাকে বেত দিয়েও মারেন। আমার ছেলে তার কান সহ জখম হয়। আমি ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।” 

এই নিয়ে পুলিশ সুপার (গ্রামীণ) গোপীনাথ সোনি বলেন, একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে। আমরা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments