পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি বাড়াল পর্ষদ, কবে থেকে ছুটি? বিস্তারিত জেনেনিন

48298
ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক: গরমের ছুটি বাড়ানো হল। রাজ্যের স্কুলে গরমের ছুটি বাড়াল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এমনিতেই প্রচন্ড দাবদাহের কারণে প্রতি বছর গরমের ছুটি বাড়ানো হয়। এবার আগাম গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল পর্ষদ। প্রাথমিক স্তরে গরমের ছুটির মেয়াদ কমানো হলেও, মাধ্যমিক স্তরে গ্রীষ্ম অবকাশ তুলনামূলক দীর্ঘ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা অনুযায়ী ২০২৫ সালে গরমের ছুটি থাকবে ১১ দিন।

পড়ুন:  দাদারা ছুটিতে, ভাইরা স্কুলে! শিক্ষকদের অসন্তোষ বাড়ছে, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির তালিকা নিয়ে এই দাবি সামনে এল

এর আগের বছর, মানে ২০২৪ সালে গরমের ছুটির দেওয়া হয়েছিল ১০ দিন। হিসাব অনুযায়ী এ বছর গরমের ছুটি এক দিন বেশি দেওয়া হবে। যদিও ছুটির দিন আরও বাড়তেও পারে। কারণ বিগত কয়েক বছর তাপমাত্রা বেড়েছে। প্রায় প্রতি বছরই নিয়ম করে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নিতে হয়েছিল রাজ্য সরকারের। এবারেও যে তেমনটা হবে না সেটা আপাতত জোর দিয়ে বলা যাচ্ছে না।

আপাতত ২০২৫ সালে খাতায় কলমে গরমের ছুটি ১১ দিন। জানা যাচ্ছে যে এ বছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হতে পারে এবং চলবে ২৩ মে পর্যন্ত। গরমের ছুটির ছাড়াও অন্যান্য মাসের ছুটির তালিকাও প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

পড়ুন:  SSC: 'চাকরির দাবিতে সাদা খাতারাও মিছিলে', ‘OMR দিন!’ সিবিআই দফতরে যাবেন চাকরিহারা শিক্ষকরা

তবে পর্ষদের প্রকাশিত তালিকায় আবার এমন বেশ কিছু ছুটি (Holiday) দেখা গিয়েছে, যেদিন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। এই নিয়ে অনেকের মনে অসন্তোষ দেখা দিয়েছে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২০২৫ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশিত হল। অথচ একাধিক ছুটির দিনের ক্ষেত্রে স্কুলে উপস্থিত থেকে পালন করার কথা বলা হয়েছে। ওই দিনগুলি ছুটি হিসেবে না ধরে কার্যকরী দিন হিসেবে ঘোষণা করে মর্যাদার সঙ্গে পালন করার দাবি জানিয়েছিলাম আমরা। তবে সেটা রক্ষিত হল না’।