Home Blog Page 93

ITBP কনস্টেবল পদে 545 শূন্যপদে নিয়োগ চলছে, মাধ্যমিক পাশ হলেই এই ভাবে আবেদন করুন

চাকরির খবর সিআইএসএফ নিয়োগ

ITBP Constable Recruitment 2024: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ইন্দো তিব্বতি বর্ডার পুলিশ (আইটিবিপি) কনস্টেবল নিয়োগ করবে।  আইটিবিপিতে কনস্টেবল (ড্রাইভার) পদে 545 শূন্যপদে নিয়োগ দেওয়া দেওয়া হবে৷ কনস্টেবল ভরতি প্রক্রিয়া ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে।  আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীর ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারেন।

আগ্রহী প্রার্থীরা 6 নভেম্বর, 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন।  আবেদন করার জন্য, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য তথ্য জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

ITBP শূন্যপদ

কনস্টেবল (ড্রাইভার) পদের জন্য মোট 545টি শূন্যপদ আছে। এর মধ্যে জেনারেল ক্যাটেগরি 209, এসএসসি 77, এসটি 40, ওবিসি 164 এবং ইডব্লুএসের 55টি শূন্যপদ অন্তর্ভুক্ত। 

ITBP কনস্টেবল নিয়োগ জরুরি তারিখ

ITBP কনস্টেবল (ড্রাইভার) আবেদন: 8 অক্টোবর, 2024 থেকে শুরু
আবেদনের শেষ তারিখ: 6 নভেম্বর, 2024

শিক্ষাগত যোগ্যতা

ITBP-এর পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের ভারতের নাগরিক বা ভূটান বা নেপালের নাগরিক হতে হবে। বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। ​​কোন স্বীকৃতি বোর্ড বা সংস্থা থেকে ম্যাট্রিকুলেশন বা 10তম পাস হতে হবে। প্রার্থীদের ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কিভাবে আবেদন করবেন?

ধাপ 1: সর্বপ্রথম ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in এ যান।
ধাপ 2: রেজিস্ট্রেশন করুন।
ধাপ 3: লগ ইন করুন।
ধাপ 4: আবেদন পত্র জমা দিন।
ধাপ 5: ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজ ডাউনলোড করুন এবং প্রিন্টআউট আপনার কাছে রাখুন।

আবেদন ফি

জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদনের জন্য আবেদন ফি 100 টাকা।  ITBP অনুসূত জাতি, অনুসূত্র জনজাতি এবং পূর্ব সেনাদের থেকে কোন আবেদন ফি নেওয়া হবে না।

বেতন

লেভেল 3 এ 27,100 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।  বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

ITBP কনস্টেবল নিয়োগ 2024 বিজ্ঞপ্তি PDF দেখুন

সহকারী অধ্যাপক নিয়োগ: একাধিক শূন্যপদে নিয়োগ দেবে মদন মোহন মালব্য বিশ্ববিদ্যালয়, বিস্তারিত জেনেনিন এখানে

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

সহকারী অধ্যাপক নিয়োগ: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মদন মোহন মালভিয়া বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক সহ একাধিক শূন্যপদে নিয়োগ করবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

বিশ্ববিদ্যালয়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

1. সহকারী অধ্যাপক/সহযোগী অধ্যাপক/অধ্যাপকদের অনুষদের পদ বিভিন্ন বিষয়ে প্রাথমিকভাবে চুক্তিতে 05 বছরের জন্য নিয়োগ হবে।

2. পরীক্ষা নিয়ন্ত্রক, প্রোগ্রামার এবং ডেপুটি লাইব্রেরিয়ান।

3. প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইনকিউবেশন অপারেশন ম্যানেজার (MMMUT ফাউন্ডেশনের অধীনে)।

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে: http://www.mmmut.ac.in. অনলাইন আবেদনের লিঙ্ক এবং আবেদনপত্র পূরণের জন্য বিস্তারিত নির্দেশাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 08/11/2024।

MADAN MOHAN MALAVIYA UNIVERSITY

OF TECHNOLOGY GORAKHPUR

273010 (U.P.)

(State Government Funded University)

Advt. No. T/II/2024

Dated: 05/10/2024|

Recruitment Notice

ক্লাস ৬ পাস যোগ্যতাতেই সরকারি চাকরি সুযোগ, হাইকোর্টে ৩৩০৬টি শূন্যপদে নিয়োগ চলছে, জানুন নিয়োগ পদ্ধতি

চাকরির খবর ব্যাঙ্কে নিয়োগ

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। সরকারি চাকরি করার সুযোগ এল। প্রায় সাড়ে তিন হাজার শূন্যপদে নিয়োগ করবে এলাহাবাদ হাইকোর্ট। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। MCQ পরীক্ষার উপর ভিত্তিতে নিয়োগ করা হবে। 

শূন্যপদ

টেকনিশিয়ান, পিওন, প্রসেস সার্ভার, চৌকিদার, কুলি, ওয়াটারম্যান সহ একাধিক পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৩০৬টি।

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কয়েকটি পদে ষষ্ঠ শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

আবেদন ফি

প্রতিটি পদের জন্য আবেদন ফি আলাদা আলাদা রাখা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির জন্য সব ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। 

আবেদন প্রক্রিয়া

ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২৪ অক্টোবর ২০২৪ তারিখে আবেদনপত্র গ্রহণের কাজ শেষ হবে। এলাহাবাদ হাইকোর্টের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েব অ্য়াড্রেসটি হল allahabadhighcourt.in.

বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার দেবে পশ্চিমবঙ্গ সরকার, তবে বদলে গেল নিয়ম! সমস্যায় পড়ার আগেই জেনেনিন

ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

বাংলার বাড়ি স্কিম: বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার দেবে পশ্চিমবঙ্গ সরকার।  তবে এই সুবিধা পেতে গেলে বদলে গেল নিয়ম! সমস্যায় পড়ার আগেই সব কিছু জেনে নিতে হবে আপনাকে। পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের (Government Scheme) স্কিম নিয়ে সামনে এল বড় আপডেট।

বাংলার বাড়ি প্রকল্পে (Government Scheme) বদলে গেল নিয়ম

রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্পে বাড়ি তৈরির টাকা পেতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। আগে তেমন কড়াকড়ি না থাকলেও সাম্প্রতিক অতীতে বেশ কিছু দুর্নীতির খবর আসতেই কড়াকড়ির পথে হেঁটেছে রাজ্য। পুজো মিটলেই অক্টোবর মাসের ২১ তারিখ থেকে রাজ্যজুড়ে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পের সমীক্ষা শুরু হবে। কারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য সেটা খতিয়ে দেখা হবে। এরপরেই যোগ্য আবেদনকারীদের বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য।

তিনটি ধাপে দেওয়া হবে টাকা

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে (Government Scheme) মূলত ৩টি ধাপে টাকা দেওয়া হয়। প্রথমে ধাপে ৬০,০০০ টাকা, এরপর ৪০,০০০ টাকা এবং সবশেষে ২০,০০০ টাকা দেয় সরকার। তবে দেখা গিয়েছে, বেশ কিছু উপভোক্তা এই প্রকল্পে টাকা পেলেও বাড়ি তৈরি করেননি। প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০ বাড়ি এভাবেই অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে জানা গিয়েছে বলে খবর। এরপরেই নড়েচড়ে বসে সরকার।

দিতে হবে মুচলেকা

উপভোক্তাদের বাড়ির কাজ অসম্পূর্ণ করে রাখার এই প্রবণতা কমানোর জন্য রাজ্য সরকারকে একটি মুচলেকা দেওয়ার কথা বলা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের (Government Scheme) উপভোক্তাদের একটি মুচলেকা দিয়ে জানাতে হবে, সরকারের তরফ থেকে যে টাকা প্রদান করা হবে সেটা কেবলমাত্র বাড়ি তৈরির জন্যই ব্যবহার করবেন। জানা যাচ্ছে, উপভোক্তাদের এই মুচলেকা পঞ্চায়েত দফতর রেকর্ড করবে। পরবর্তীতে কখনও যদি প্রশ্ন ওঠে তাহলে এই নথি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।

৯০ হাজার পড়ুয়া ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন, প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে, শুরু হল আবেদন প্রক্রিয়া

চাকরির খবর নিয়োগের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা মত ইন্টার্নশিপ স্কিমে (PM Internship Scheme) চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী। আজ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হল। এর আগে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস বিগত ৩ অক্টোবর উদ্বোধন করেছিল এই ইন্টার্নশিপ স্কিমের পোর্টাল। এই স্কিমে এর আগে ১৯৩টি সংস্থা দেশের যুবকদের শিক্ষানবিশির সুযোগ দিয়েছে।

৭৩৭টি জেলায় চাকরি হবে

এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে ২০টি সেক্টরে যুবকদের চাকরি দেওয়া হচ্ছে। অপারেশনস, ম্যানেজমেন্ট, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, মেনটেন্যান্স, সেলস অ্যান্ড মার্কেটিং ইত্যাদি সেক্টরে চাকরি পাওয়ার সুযোগ বেশি শিক্ষার্থীদের। এই চাকরি পাওয়া যাবে দেশের মোট ৭৩৭টি জেলায়। 

কারা আবেদন করবেন?

এই ইন্টার্নশিপ স্কিমের অধীনে নাম নথিভুক্ত করাতে চাইলে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট থাকতে হবে, অথবা পলিটেকনিক ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তবে যারা কোনও চাকরিতে যোগ দিয়েছেন বা এখনও পড়াশোনা করছেন তারা এই স্কিমের অধীনে শিক্ষানবিশির সুযোগ পাবেন না। 

তারিখ

ইন্টার্নশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর অর্থাৎ আজ থেকে। পিএম জীবন জ্যোতি বিমা এবং পিএম সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত প্রার্থীদেরও এই স্কিমের আওতায় আনা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য অনলাইন আবেদন ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে।  যোগ্য প্রার্থীরা pminternship.mca.gov.in-এ গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারেন।  এই প্রকল্পের অধীনে ইন্টার্নশিপ চলাকালীন যুবকদের প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে।  কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের উদ্দেশ্য যুবকদের কর্মসংস্থানযোগ্য করে তোলা।  বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম শুরু হয়েছে।  এই প্রকল্পটি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় প্রস্তাব করেছিলেন। 

চাকরির খবর: মাধ্যমিক পাসে সরকারি চাকরির সুযোগ! মাসিক বেতন ৩৫ হাজার টাকা

WBCS EXAM ডব্লিউবিসিএস পরীক্ষা

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্য়ান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) অফিস অ্য়াটেনডেন্ট হিসেবে নিয়োগ করবে। ইতিমধ্যে ওই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্থায়ী শূন্যপদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

মোট শূন্যপদ

অফিস অ্যাটেনডেন্ট পদে মোট শূন্যপদ ১০৮টি। তারমধ্যে অসংরক্ষিত আসন ৫৪টি। এছাড়াও তপশিলি জাতির জন্য ৪টি, তপশিলি উপজাতির জন্য ১২টি, OBC-র জন্য ২৮টি আসন সংরক্ষিত থাকবে।

বেতন

অফিস অ্যাটেনডেন্ট গ্রুপ C পদে নিয়োগ দেওয়া হবে। ওই পদগুলিতে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের বেসিক বেতন হবে ১০ হাজার ৯৪০ টাকা। এরসঙ্গে ভাতা যুক্ত হবে। সবমিলিয়ে ইনহ্যান্ড স্যালারি হবে প্রায় ৩৫ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাস করলেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা

আবেদনের জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। এবং সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে থাকলেই আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তপশিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষমদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগের জন্য অনলাইন টেস্ট হবে। টেস্টের মধ্যে রয়েছে ৩০ নম্বরের রিজিনিং, ৩০ নম্বরের ইংরেজি এবং ৩০ নম্বরের জেনারেল অ্য়াওয়ারনেস।

আবেদন পদ্ধতি

ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। www.nabard.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

শোক সংবাদ: বিজয়া দশমীর দিনে মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হল শিক্ষকের, শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়

শিক্ষকের মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম রাবন বেসরা। তিনি পুরুলিয়ার গিরিশচন্দ্র বিদ্যাপীঠের সহ শিক্ষক ছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।

চিকিৎসা চলছিল, তবে শেষরক্ষা হল না। কিডনির সমস্যা জনিত কারনে পরলোক গমন করেছেন তিনি।

দুর্গাপুজোর উৎসবের আবহে বিজয়া দশমীর দিনে চলে গেলেন পুরুলিয়ার গিরিশচন্দ্র বিদ্যাপীঠের সহ শিক্ষক রাবন বেসরা। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। এদিন সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় ওই শিক্ষকের।

শিক্ষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরুলিয়ার গিরিশচন্দ্র বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ছিলেন তিনি। স্বল্পভাষী, সদা হাস্যময় রাবনবাবু খুব অল্প সময়ের মধ্যেই স্কুলের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। স্কুলের সহকর্মী শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা প্রিয় শিক্ষকের মৃত্যুতে মর্মাহত। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শোক সংবাদ: ক্যান্সারজনিত কারনে মৃত্যু হল শিক্ষকের, শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়

শিক্ষকের মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম নির্মাল্য মোহান্তি। তিনি পশ্চিম মেদিনীপুরের কেশরম্ভা হাইস্কুলের শিক্ষক ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিক্ষকের।

জানা গেছে, নির্মাল্য মোহান্তি বাবু বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন। চিকিৎসা চলছিল, তবে শেষরক্ষা হল না। ক্যান্সারজনিত কারনে সকালে পরলোক গমন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুব ভালো মানুষ ছিলেন মোহান্তি বাবু। সবসময় সমাজের কথা ভাবতেন। মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। মানবসেবার কাজে খুব উৎসাহ ছিল।

শিক্ষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেশরম্ভা হাইস্কুলের রসায়নের শিক্ষক ছিলেন তিনি। স্কুলের সহকর্মী শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা প্রিয় শিক্ষকের মৃত্যুতে মর্মাহত। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

SSC: 15654টি শূন্যপদে কনস্টেবল পদের জন্য নিয়োগ চলছে, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা উচিত, শেষ তারিখ কাছাকাছি

WBCS EXAM ডব্লিউবিসিএস পরীক্ষা

BSF Constable 2024: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) এবং এসএসএফ, আসাম রাইফেলে রাইফেলম্যান (জিডি) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল (জিডি) পদে অনলাইন আবেদন করতে হবে।  স্টাফ সিলেকশন কমিশনের (ssc) সবচেয়ে বড় নিয়োগ হল কনস্টেবল জিডির 39481টি শূন্যপদে নিয়োগ।

এতে বিএসএফে সর্বোচ্চ 15654টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।  সিআইএসএফ-এ 7145টি, সিআরপিএফ-এ 11541টি, এসএসবি-তে 819টি, আইটিবিপি-তে 3017টি, আসাম রাইফেলে 1248টি, এসএসএফ-এ 35টি এবং এনসিবিতে ন্যূনতম 22টি শূন্য পদের জন্য নিয়োগ হবে।

18 থেকে 23 বছর বয়সী প্রার্থীরা যারা 1 জানুয়ারী, 2025 এর মধ্যে উচ্চ বিদ্যালয় পাস করেছেন তারা 14 অক্টোবর রাত 11 টা পর্যন্ত আবেদন করতে পারবেন।  15 অক্টোবর বেলা 11টার মধ্যে অনলাইনে আবেদনের ফি জমা দিতে হবে।  5 নভেম্বর থেকে 7 নভেম্বর রাত 11টা পর্যন্ত অনলাইন আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ থাকবে।  এই নিয়োগের জন্য প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা জানুয়ারি বা ফেব্রুয়ারি 2025 এ অনুষ্ঠিত হতে পারে।

যারা আবেদন করতে পারবেন

দশম শ্রেণী উত্তীর্ণ চাকরি প্রার্থী এসএসসি জিডি কনস্টেবলের অধীনে বিএসএফ নিয়োগের জন্য আবেদন করতে পারেন।

বয়স সীমা- 18 থেকে 23 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- দশম পাস

বিভাগ অনুযায়ী শূন্যপদের সংখ্যা

বিএসএফে বিভিন্ন ক্যাটাগরির মোট 15654টি পদে নিয়োগ হবে।  এতে সাধারণ বিভাগে 5563 পুরুষ প্রার্থী এবং 2906 ওবিসি ক্যাটাগরির পদ সংরক্ষিত রয়েছে। 

আবেদন করার পদক্ষেপ

অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: SSC এর অফিসিয়াল ওয়েবসাইট, ssc.gov.in দেখুন।
নিবন্ধন করুন: আপনি যদি নতুন হন তবে ওয়েবসাইটে নিবন্ধন করুন।
লগইন: আপনি যদি ইতিমধ্যে নিবন্ধিত হয়ে থাকেন তবে পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করুন।
আবেদনপত্র পূরণ করুন: অনুরোধ করা সমস্ত তথ্য সাবধানে পূরণ করুন।
পর্যালোচনা: আপনি সঠিকভাবে সমস্ত তথ্য পূরণ করার পরে পর্যালোচনা করুন।
আবেদন জমা দিন: আবেদনপত্র জমা দিন এবং নিশ্চিতকরণ পেজটি ডাউনলোড করুন।

সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা না হলেও একলাফে এই ভাতা বাড়ছে ২৫%, জারি হল মেমো

পুজো বোনাসের ঘোষনা মহার্ঘ ভাতা ডিএ

নিউজ ডেস্ক: সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়তে পারে। তবে সেই ঘোষণায় বিলম্বে হলেও কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স একলাফে ২৫ শতাংশ বাড়াতে বলা হল। এই নিয়ে জারি হল মেমো।

ফাইনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টে দাবি করা হল, কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা যে সব কর্মী অবসর গ্রহণ করেছেন, তাঁদের কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স বাড়বে ২৫ শতাংশ। এর আগেই ডিএ বেড়ে ৫০ শতাংশ হওয়ায় এই ভাতা বাড়বে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।  

পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফ থেকে একটি অফিস মেমো জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিবার ডিএ ৫০ শতাংশ করে বাড়লে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স ২৫ শতাংশ করে বাড়বে। এই আবহে পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফ থেকে সকল মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স ৬৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৪৩৮ টাকা করতে বলা হয়েছে।  

প্রসঙ্গত উল্লেখ্য, কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স সেই সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দেওয়া হয়, যারা ন্যূনতম টানা ১০ বছর সরকারি চাকরিতে ছিলেন। তাঁদের শেষ প্রাপ্ত বেসিক বেতনের ৫০ শতাংশ হারে তাঁদের পেনশন গণনা করা হয়ে থাকে। বর্তমানে এই খাতে ন্যূনতম পেনশন বল ৯ হাজার টাকা।