Home Blog Page 3

ITBP: মাধ্যমিক পাশ যোগ্যতায় 526টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন শুরু, জেনেনিন যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া

NEET EXAM

ITBP Constable, SI Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBPF) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 15 নভেম্বর থেকে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল (টেলিকমিউনিকেশন) শূন্যপদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।  যোগ্য এবং আগ্রহী চাকরি প্রার্থীরা ITBPF- recruitment.itbpolice.nic.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে 526 টি শূন্যপদের জন্য আবেদন করতে পারেন।

সময়সূচী অনুসারে, ITBP SI এবং কনস্টেবল (টেলিকমিউনিকেশন) নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ হল 14 ডিসেম্বর, 2024।  এই এসআই (গ্রুপ বি) এবং কনস্টেবল, হেড কনস্টেবল (গ্রুপ সি) শূন্যপদগুলি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য উন্মুক্ত।

বয়স

20-25 বছরের মধ্যে বয়সী প্রার্থীরা এসআই শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারেন।  হেড কনস্টেবলদের জন্য, প্রার্থীদের বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে এবং হাভালদার শূন্যপদগুলির জন্য বয়স হতে হবে 18-23 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আইটিবিপি কনস্টেবল, এসআই নিয়োগ 2024: শূন্যপদের তালিকা

সাব-ইন্সপেক্টর (টেলিকমিউনিকেশন): 92টি শূন্যপদ (78 পুরুষ এবং 14 মহিলা)
হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন): 383টি শূন্যপদ (325 পুরুষ এবং 58 জন মহিলা)
কনস্টেবল (টেলিকমিউনিকেশন): 51টি শূন্যপদ (44 পুরুষ এবং 7 জন মহিলা)

মোট শূন্য পদের দশ শতাংশ প্রাক্তন সেনাদের (ESM) জন্য সংরক্ষিত

আবেদন ফি

আবেদন ফি এসআই-এর জন্য 200 টাকা এবং কনস্টেবল এবং হেড কনস্টেবল শূন্যপদের জন্য 100 টাকা।  মহিলা, প্রাক্তন সৈনিক, এসসি এবং এসটি বিভাগের প্রার্থীরা আবেদন ফি প্রদান থেকে অব্যাহতিপ্রাপ্ত।

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা ভিন্ন।  আরও তথ্যের জন্য প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

নিয়োগ পরীক্ষায়, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স সম্পর্কিত বিষয়ে ডিগ্রিধারীদের পাঁচ নম্বর, ডিপ্লোমা শংসাপত্র ধারকদের তিন নম্বর এবং আইটিআই শংসাপত্রধারীদের দুই নম্বর দেওয়া হবে।

Direct Link: ITBP SI, Constable Recruitment 2024

পশ্চিমবঙ্গ: রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর এল! হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর এল! হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। গত বছর নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এই বছর ডিসেম্বরে অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা দেখে কিছুটা হাসি ফুটেছে রাজ্যের সরকারি কর্মীদের।

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল সরকার (Government of West Bengal)। এবার থেকে রাজ্য সরকারের সব শ্রেণির কর্মীরা এলটিসি-এইচটিসি-তে ট্রেনে সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে এসি কোচের ভাড়া পাবেন।

যে সকল রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মূল বেতন ৫০,০০০ টাকার কম, তাঁদের এসি থ্রি টিয়ারে সফর করার ভাড়া প্রদান করা হবে। ৫০,০০০ টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা এসি টু টিয়ারের ভাড়া দেবে সরকার। এছাড়া যে সকল ট্রেনে শুধুমাত্র চেয়ারকারের বন্দোবস্ত রয়েছে, সেখানে এসি শ্রেণির ভাড়া পাওয়া যাবে।

এখানেই শেষ নয়! এলটিসির নয়া নিয়ম অনুসারে, জাহাজে করে আন্দামান অথবা লাক্ষাদ্বীপ গেলেও ভালো সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এক্ষেত্রে ৫০,০০০ টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা ‘এ’ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। অন্যদিকে এর চেয়ে কম বেতন পাওয়া কর্মীদের ‘বি’ শ্রেণির কেবিনের ভাড়া দেওয়া হবে।

সংবাদমাধ্যমে সরকারি সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এলটিসি কিংবা এইচটিসি-তে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের একাংশকে স্লিপার ক্লাসের ভাড়া প্রদান করা হতো। তবে এবার রাজ্য সরকারের প্রত্যেক কর্মীকে এসি কোচের ভাড়া দেওয়া হবে।

চাকরির খবর: বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে আলিয়া বিশ্ববিদ্যালয়, বেতন কত? জেনেনিন আবেদন প্রক্রিয়া

UGC NET ইউজিসি নেট

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে আলিয়া বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, পাবলিক রিলেশন অফিসার, সিভিএস অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি অফিসার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর/ অ্যানালিস্ট, স্পোর্টস অফিসার এবং এস্টেট অ্যান্ড ট্রাস্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে কর্মী। প্রতিটি পদেই সরাসরি নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১১টি।

শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। পাশাপাশি, ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখেনিন।

বয়স

প্রার্থীদের বয়স ৩০ বছরের বেশি হতে হবে।

বেতন

সব ক’টি পদেই ৫৬,১০০ টাকা বেতন মিলবে প্রতি মাসে

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরি প্রার্থীকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। বিজ্ঞপ্তিটি মিলবে ওয়েবসাইটের ‘কেরিয়ার’ ট্যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথি, বিস্তারিত জীবনপঞ্জি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১২ ডিসেম্বর ’২৪-এর মধ্যে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Teacher Recruitment: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, আগ্রহী চাকরি প্রার্থীরা এই ভাবে আবেদন করুন

শিক্ষক নিয়োগ

Teacher Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) করা হবে। পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপিঠে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ (H.S. Co.Ed.), (English Medium Unit) নিম্নলিখিত বিষয়গুলির জন্য শিক্ষক নিয়োগ করবে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এর জন্য যোগ্য ও আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের 18 ডিসেম্বর, 2024 তারিখে বা তার আগে (09:00 a.m.-1:30 p.m.) প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে বা ইউনিট অফিসে সমস্ত প্রশংসাপত্রের এক সেট ফটোকপি সহ তাদের CV জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

1. Math:- B.Sc. (Hons) /M.Sc. & D.LED/B.ED with English-medium background with Co-curriculum activities (Health Science & Computer). (Vacancy-01)

2. Science (Pure/Bio): – B.Sc. (Hons) /M.Sc. & D.LED/B.ED with English-medium background with Co-curriculum activities (Health Science & Computer). (Vacancy-01)

3. English: B.A. (Hons)/M.A & D.LED/ B.ED with English-medium background with Co-curriculum activities (Instrumental Musician & Singer, Art & Craft). (Vacancy-01)

4. Geography: – B.A./B.Sc (Hons)/M.A/M.Sc. & D.LED/B.ED with English-medium background with Co-curriculum activities (Physical Education & Art & Craft). (Vacancy-01)

5. Bengali: – B.A. (Hons)/M.A & D.LED/ B.ED with Co-curriculum activities।(Instrumental Musician & Singer, Art & Craft). (Vacancy-01)

ওয়াক-ইন সাক্ষাত্কারের জন্য ডাকা আবেদনকারীদের সাক্ষাত্কারে উপস্থিত হওয়ার সময় অন্য ফটোকপির সাথে সমস্ত মূল প্রশংসাপত্র আনতে হবে। সাক্ষাৎকারের সময়সূচী প্রার্থীর যোগাযোগ নম্বরের মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে।

PURBA BARASAT ADARSHA BIDYAPEETH (H.S. CO-ED)

Recognized by: W.B.B.S.E., W.B.C.H.S.E., & W.B.S.C.T.V.E.S.D.

Kalikapur, P.O.- Barasat, Kolkata – 700124

Phone No.: 2552-2928/ 2584-4601

E-mail: pbab.1963@gmail.com/vtc1061@yahoo.com

IND VS BAN: বাংলাদেশও হারিয়ে দিল ভারতকে! টিম ইন্ডিয়াকে পর্যুদস্ত করে খেতার জিতল টাইগার বাহিনী

IND VS BAN হাইলাইটস: এবার বাংলাদেশের কাছে লজ্জাজনক হারল ভারত। আজ রবিবার অত্যন্ত দুঃখজনক দিন গেল টিম ইন্ডিয়ার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে হেরে গেল ভারত। বাংলাদেশ তাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা সফলভাবে রক্ষা করতে পারল। আজ ফাইনালে ভারত বাংলাদেশে কাছে ৫৯ রানে হেরেছে।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত। ইকবাল হোসেন ইমন ও মোঃ আজিজুল হাকিম তামিম তিনটি করে উইকেট নেন। এর আগে ভালো বোলিং করে টিম ইন্ডিয়ার বোলাররা। সম্মিলিত বোলিংয়ের প্রচেষ্টায় প্রথমে বোলিং বেছে নেওয়ার পরে ভারত বাংলাদেশকে 198 রানে গুটিয়ে দেয়। যুধাজিৎ গুহ, চেতন শর্মা ও কিরণ চোরমলে দুটি করে উইকেট নেন। বাংলাদেশের পক্ষে মোঃ রিজান হোসেন ৪৭ রান করেন এবং মোহাম্মদ শিহাব জেমসও গুরুত্বপূর্ণ ৪০ রান করেন।

তবে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। একের পর এক উইকেট হারাতে থাকে। নিয়মিত ভাবে উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত।

Match Ended
198 (49.1)
139 (35.2)
Bangladesh Under-19 beat India Under-19 by 59 runs

শিক্ষক নিয়োগ: ১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন মন্ত্রী

শিক্ষক নিয়োগ: মোট ১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হল পড়শী রাজ্য ত্রিপুরায়। বিভিন্ন স্কুলে টিআরবিটি’র মাধ্যমে ১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অস্নাতক ১০৯৯ জন এবং ৪৬৭ জন স্নাতক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানিয়েছেন দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে। 

মন্ত্রী বলেন, গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অস্নাতক ও স্নাতক শিক্ষকের পদগুলি সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া টিআরবিটি’র মাধ্যমে সম্পন্ন করা হবে। তাছাড়াও গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিক্সড-পে ভিত্তিতে তাদের নিয়োগ করা হবে।

নিয়োগ নিয়ে সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও জানান, গ্রামোন্নয়ন দপ্তরে ১৯৮ জন জুনিয়র ইঞ্জিনীয়ার (ডিগ্রী-১০৫ ও ডিপ্লোমা-৯৩) নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। টিপিএসসি’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

SSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এল, জেনেনিন এক ক্লিকেই

সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ

এসএসসি মামলা, সুপ্রিম কোর্ট: বেড়েই চলছে অপেক্ষা, বারেবারে ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে SSC-এর প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলা পেন্ডিং অবস্থায় আছে। এর আগে সময়ের অভাবে বারেবারে মামলাটি পিছিয়ে গেছে।

2016 এসএসসি মামলার ফের শুনানির তারিখ দেওয়া হল এবার প্রথম 10 এর  মধ্যে সিরিয়ালে থাকছে মামলাটি দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি 12.12.24 তারিখে হতে চলেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। ওই দিন এই বিষয়ে দায়ের হওয়া সব মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষের বক্তব্য শুনবে আদালত।

এসএসসি মামলার পাশাপাশি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলারও শুনানি পিছিয়ে যাচ্ছে। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দুটিই চলছে। তবে শুনানি বারেবারে পিছিয়ে যাচ্ছে। বারবার এই ভাবে শুনানির তারিখ পরিবর্তন হওয়ায় হতাশ দুই পক্ষই। এসএসসি মামলাটির উপরেই নির্ভর করছে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। এর আগে চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। CBI-এর তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে মামলা।

OMR, হার্ডডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে CBI? কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত। এই মামলার দিকে তাকিয়ে ছিল চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও। তবে বারেবারে মামলাটি পিছিয়ে যাওয়ায় আশাহত সবাই।

২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।

এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ বারেবারে পিছিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

সহকারী অধ্যাপক নিয়োগ: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের সুযোগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধম্যে হবে নিয়োগ

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

অতিথি অধ্যাপক নিয়োগ: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক পদে নিয়োগ করা হবে। অতিথি শিক্ষক নিয়োগ দেবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

সংস্কৃত বিভাগের জন্য অতিথি অনুষদের নিযুক্তি। সংস্কৃত বিভাগে 03 জন অতিথি অনুষদের নিযুক্ত করার জন্য একটি ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, বিশদ বিবরণ নিম্নরূপ:

মোট পদের সংখ্যা: ০৩টি

বিশেষীকরণের ক্ষেত্র: ক. ভারতীয় দর্শন খ. কাব্য গ. এপিগ্রাফি

প্রয়োজনীয় যোগ্যতা: UGC প্রবিধান অনুযায়ী (স্নাতকোত্তর 55% স্কোর, NET/SET যোগ্য)

সাক্ষাৎকারের তারিখ: 9ই ডিসেম্বর, 2024

স্থান: সংস্কৃত বিভাগ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল-713340

সময়ঃ সকাল সাড়ে ১১টা

ইচ্ছুক প্রার্থীদের যাচাইকরণ এবং মূল্যায়নের জন্য সাক্ষাত্কারের সময় তাদের সমস্ত প্রশংসাপত্র মূলে এক সেট স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ উপস্থাপন করতে হবে। প্রার্থীকে অবশ্যই একটি বৈধ আইডি প্রুফ বহন করতে হবে এবং দুপুর 12.00 টার মধ্যে অনুষ্ঠানস্থলে রিপোর্ট করতে হবে।

Office of the Registrar

Kazi Nazrul University

Nazrul Road, Kalla Bypass More, P.O. – Kalla (C. H.)

Asansol 713340, Dist. – Paschim Bardhaman, West Bengal

Ref. No.-KNU/R/Advt.(Guest)/1653/24

তবে কি ১০ বছরের প্রতীক্ষার অবসান হবে ডিসেম্বরেই? এ মাসেই বসতে পারে বেতন কমিশন নিয়ে বৈঠক! যা জন গেল

DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: তবে কি ১০ বছরের প্রতীক্ষার অবসান হবে ডিসেম্বরেই? এ মাসেই বসতে পারে বেতন কমিশন নিয়ে বৈঠক। ১০ বছর পার হতে চলল, তবে এখনো অবধি নতুন পে কমিশন গঠন হয়নি। ২০২৪ সাল শেষ হওয়ার আগে অষ্টম বেতন পে কমিশন (8th pay commission) গঠনের দাবি জানিয়ে আসছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। এই মর্মে নভেম্বরে বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি। এবার এই বৈঠক নিয়েই প্রকাশ্যে এল বড় আপডেট যা আপনারও শুনে নেওয়া জরুরি।

নয়া বেতন পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন পে কমিশন কবে গঠন হবে এই নিয়ে সরকারের কাছে প্রশ্ন রেখেছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির। এই নিয়ে নভেম্বর মাসেই একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়। এই আবহে ডিসেম্বরে এই বৈঠকটি হতে পারে বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।

কেন নভেম্বরে বৈঠক হল না?

ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির প্রধান হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। এছাড়াও আরও বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা এর সদস্য। জানা গিয়েছে, কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতরের সচিবের সম্প্রতি বদলি হয়েছে। এর জেরেই নভেম্বরে এই জেসিএম বৈঠক হয়নি। যাইহোক, এখন প্রশ্ন উঠছে, ডিসেম্বরে কী শেষমেষ বৈঠক হবে? সেদিকে নজর থাকবে সকলের।

যা জানাচ্ছে কেন্দ্র সরকার

অষ্টম বেতন পে কমিশন নিয়ে এই মর্মে রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বড় কথা বলেছেন। তিনি জানান, বর্তমানে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। বস্তুত, ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে নতুন বেতন কমিশনের কথা ঘোষণা করার কথা ভাবছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

শিক্ষক পদে স্কুলে যোগ দিতে হয়রানি, এবার ডিআইদের বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শিক্ষকদের পেনশনে
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ফাইল চিত্র

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশের পরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সম্প্রতি উচ্চ প্রাথমিকের বহু চাকরিপ্রার্থী সুপারিশপত্র নিয়ে স্কুলে যোগদান করতে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ সামনে আসছে। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি এই নিয়োগে যাতে কোন‌ও বাধা না পড়ে, তা দূর করতে স্কুল পরিদর্শক ও জেলা স্কুল পরিদর্শকদের বললেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমরা জেলা স্কুল পরিদর্শক এবং স্কুল পরিদর্শকদের স্পষ্ট বার্তা দিতে চাই। যে সমস্ত চাকরিপ্রার্থী সুপারিশপত্র নিয়ে স্কুলে যোগদান করতে আসছেন, তাঁদের যেন হয়রানির শিকার না হতে হয়। প্রয়োজনে ওঁরা চাইলে গাইডলাইন পাঠিয়ে দেওয়া হবে দফতরের তরফে।”

কিন্তু কেমন সমস্যায় পড়ছেন হবু শিক্ষকরা? চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, বিভিন্ন দিক দিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। যেমন, অনেক স্কুলের ম্যানেজিং কমিটি বা পরিচালন কমিটির মেয়াদ ফুরিয়েছে। প্রশ্ন উঠছে, সেই সব স্কুলে চাকরিপ্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র নিয়ে এলে তাঁদের নিয়োগপত্র দেবে কে? এ দিকে উচ্চ প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কথা ম্যানেজিং কমিটির। আর এর ফলে চাকরিতে যোগ দিতে পারছেন না যোগ্য প্রার্থীরা।

এই নিয়ে এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা বলেন, “প্রার্থীদের এবং বিদ্যালয়গুলির কাছ থেকে যোগদানের ক্ষেত্রে যে অসুবিধের কথা জানা যাচ্ছে, তা ইতিমধ্যেই দফতরের কাছে জানানো হয়েছে। যাতে সমস্যার সমাধানে দফতর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, সেই আশা করা হচ্ছে।”