HomeIndiaগুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল, বেতন-ডিএ নিয়ে কি বড় কোনও সুখবর পাবেন সরকারি...

গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল, বেতন-ডিএ নিয়ে কি বড় কোনও সুখবর পাবেন সরকারি কর্মীরা? দেখেনিন হিসাব

এর আগে ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। ২০১৬ সালে সেটা লাগু হয়েছিল। অর্থাৎ ২০২৬ সালেই তাঁর মেয়াদ শেষ হতে চলছে। ১০ বছর অতিক্রান্ত হতে চলল। এই আবহে নয়া পে কমিশনের প্রয়োজন নিয়ে দাবি উঠেছে।

নয়া পে কমিশন: তবে কি ভালো খবর আসতে চলছে সরকারি কর্মীদের জন্য। চুপিসারে হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক, বেতন-ডিএ নিয়ে বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির প্রতিনিধিরা। এই আবহে আর কয়েক মাসের অপেক্ষাতেই অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে বলে দাবি করা হয় সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টে। 

এর আগে ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। ২০১৬ সালে সেটা লাগু হয়েছিল। অর্থাৎ ২০২৬ সালেই তাঁর মেয়াদ শেষ হতে চলছে। ১০ বছর অতিক্রান্ত হতে চলল। এই আবহে নয়া পে কমিশনের প্রয়োজন নিয়ে দাবি উঠেছে। সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়, নভেম্বরেই অষ্টম বেতন কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সম্প্রতি কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির প্রতিনিধিরা। সেই বৈঠকে সরকারি কর্মীদের তরফ থেকে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানানো হয়। উল্লেখ্য, এর আগেও এই মর্মে দু’টি স্মারকলিপি সরকারের কাছে জমা দিয়েছিলেন সরকারি কর্মীরা। প্রসঙ্গত, এই জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে।

সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির (স্টাফ সাইড) সচিব শিব গোপাল মিশ্র সংবাদসংস্থা এনডিটিভিকে জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন কর্মচারীদের প্রতিনিধিরা। এদিকে সরকারি কর্মীরা আশা করছেন, আগামী বছর বাজেটেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হতে পারে সরকারের তরফ থেকে।

পড়ুন:  এই 20 বছরের তরুণী হয়ে উঠলেন 'মৌমাছির রানী'! অসাধারণ এই গল্প শুনলে আপনার ভালো লাগবে

২০১৬ সালের আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতেই ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হলেও, ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়েছিল।  কর্মী সংগঠগুলি দাবি করছে, গতবারের ফর্মুলা মানলে অষ্টম বেতন কমিশনে ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ১৮ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৫৬০ টাকা হয়ে যেতে পারে। অর্থাৎ, দ্বিগুণের কিছুটা কম বাড়তে পারে মাসিক মূল বেতন। পাশাপাশি এই অনুপাতে বাড়বে মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালাওয়েন্স, হাউজ রেন্ট অ্যালাওয়েন্স সহ আরও বিভিন্ন সব ভাতাও।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments