শিক্ষক নিয়োগ দুর্নীতি: রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এল। বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল দেখতে চাইল কলকাতা হাই কোর্ট। এক মাস সময় বেঁধে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
বাম আমলের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে চাইল কলকাতা হাই কোর্ট। মালদহ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে বকেয়া শূন্যপদ কত ছিল, নিয়োগে কী পদ্ধতি মানা হয়েছে, তা খতিয়ে দেখতেই প্যানেল তলব করেছে আদালত। হাই কোর্টের এই নির্দেশের ফলে কয়েক হাজার প্রার্থীর প্যানেল জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আগামী এক মাসের মধ্যে মালদহ জেলায় ওই নিয়োগের প্যানেল জমা দিতে হবে পর্ষদকে। আগামী ২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
২০০৯ সালে মালদহে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা। যদিও সেই সময় ওই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০১৪ সালে ওই পরীক্ষা নেওয়া হয়। তৃণমূল আওমে, সাত বছর পরে অর্থাৎ ২০২১ সালে ফল প্রকাশ হয়। গত বছর ওই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, সঞ্জীব পাল-সহ ৩০০ জন চাকরিপ্রার্থীর বক্তব্য, ওই নিয়োগের ক্ষেত্রে সঠিক পদ্ধতি মানা হয়নি। অস্বচ্ছ প্যানেল প্রকাশ করা হয়েছে। ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, ওই নিয়োগ প্রক্রিয়ার বকেয়া শূন্যপদে কারা, কোন পদ্ধতিতে নিয়োগ পেলেন, তা পরিষ্কার নয়।