Homeউত্তরবঙ্গআর নয় ফাঁকিবাজি! শিক্ষকদের হাজিরায় কড়াকড়ি করতে আসছে বিশেষ অ্যাপ, থাকবে জিপিএস

আর নয় ফাঁকিবাজি! শিক্ষকদের হাজিরায় কড়াকড়ি করতে আসছে বিশেষ অ্যাপ, থাকবে জিপিএস

জানা যাচ্ছে, ওই বিশেষ অ্যাপ বাধ্যতামূলকভাবে শিক্ষকদের ইনস্টল করতে হবেই। স্কুলে পৌঁছে সেই অ্যাপ খুলে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের মতো বায়োমেট্রিক সিস্টেমে লগ ইন করে হাজিরা দিতে হবে শিক্ষকদের।

উত্তর দিনাজপুর: আর ফাঁকি দেওয়া যাবেনা, স্কুলে হাজিরায় কড়াকড়ি করতে আসছে বিশেষ অ্যাপ।  ওই বিশেষ অ্যাপ বাধ্যতামূলকভাবে শিক্ষকদের ইনস্টল করতে হবেই। স্কুলে পৌঁছে সেই অ্যাপ খুলে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের মতো বায়োমেট্রিক সিস্টেমে লগ ইন করে হাজিরা দিতে হবে শিক্ষকদের। হাজিরা নিয়ে এবার এবার কড়া পদক্ষেপের পথে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) জানিয়েছেন, অভিযোগ প্রচুর। স্কুলে না আসা, সময়ে না থাকা, ক্লাস না নিয়ে অন্যকাজে চলে যাওয়া বা প্রশাসনিক কাজে থাকার নামে বাইরে চলে যাওয়ার মতো অনেক অভিযোগ এসেছে শিক্ষকদের বিরুদ্ধে। সে কারণেই জেলা প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুরে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,৪৬৮ টি। মোট শিক্ষকের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। বিভিন্ন প্রাথমিক স্কুলে সঠিক সময়ে স্কুলে শিক্ষকরা আসেন বলেই অভিযোগ আসে। এই কারণেই এই বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে। পুজোর ছুটির পরেই পাকাপাকিভাবে এই ব্যবস্থা চালু হবে বলে জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে খবর। 

জানা যাচ্ছে, ওই বিশেষ অ্যাপ বাধ্যতামূলকভাবে শিক্ষকদের ইনস্টল করতে হবেই। স্কুলে পৌঁছে সেই অ্যাপ খুলে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের মতো বায়োমেট্রিক সিস্টেমে লগ ইন করে হাজিরা দিতে হবে শিক্ষকদের। অ্যাপের সঙ্গে জুড়ে থাকছে জিপিএস। ফলে শিক্ষকরা স্কুল টাইমে কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন সবটাই নজরাধীন থাকবে প্রশাসনের। 

পড়ুন:  Teacher Recruitment: DAV পাবলিক স্কুলে পশ্চিমবঙ্গ জোনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি | PGT, TGT, PRT, অশিক্ষক পদে আবেদন করুন
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments