মহার্ঘ ভাতা ঘোষণা: ভালো খবর সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রীয় সরকার এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ্যতা ত্রাণ (ডিআর) 3 শতাংশ বাড়িয়েছে। এটি মূল বেতনের উপরে পরিশোধ করা হবে। এর ফলে ডিএ মোট 50 শতাংশ থেকে বেড়ে 53 শতাংশ হয়েছে৷
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ডিএ হার বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন হার 1 জুলাই, 2024 থেকে কার্যকর হবে৷ দীপাবলির কয়েক সপ্তাহ আগে নেওয়া এই সিদ্ধান্ত, উত্সব মরসুমের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি হবে।
সরকার এক বিবৃতিতে বলেছে, “এই বৃদ্ধি গৃহীত ফর্মুলা অনুসারে, যা 7ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে।”
ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে রাজকোষে প্রতি বছর অতিরিক্ত 9,448.35 কোটি টাকা খরচ হবে এবং প্রায় 49.18 লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 64.89 লক্ষ পেনশনভোগী এতে উপকৃত হবেন।
মূল্যবৃদ্ধির হিসাব করে সরকারী কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়। বছরে দুবার পর্যায়ক্রমে সংশোধিত, এই ভাতা কর্মীদের জন্য সর্বশেষ ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে গণনা করা হয়। এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে 53 শতাংশ হলেও এরাজ্যের সরকারি কর্মীরা 14 শতাংশ ডিএ পাচ্ছেন।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ালো ৫৩%। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘতার পরিমাণ মাত্র ১৪%। ফারাক বেড়ে দাঁড়ালো ৩৯%। এত বঞ্চনা অন্য কোন রাজ্যে নেই। যাঁদের উপর ভর করে সরকার চলছে তাঁদের অর্থ নিয়ে ভোট রাজনীতি চলছে। অথচ ইচ্ছে করে তাঁদের বঞ্চিত করে রাখা হয়েছে। অবিলম্বে আমরা এ আই সি পি আই অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”