Homeচাকরির খবরচাকরির খবর: মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদে আবেদন চলছে, আবেদন করবেন কিভাবে?

চাকরির খবর: মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদে আবেদন চলছে, আবেদন করবেন কিভাবে?

অ্যাপটেন্টিস পদে নিয়োগ করবে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড। ওই পদগুলির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অ্যাপটেন্টিস পদে নিয়োগ করবে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড। ওই পদগুলির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

মোট  শূন্যপদ

ট্রেড অ্যাপটেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৪০৩৯-টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে Non-IT ক্যাটাগরিতে শূন্যপদ  ১৪৬৩টি। এবং ITI ক্যাটাগরিতে শূন্যপদ ২৫৭৬টি। 
শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই ১০ শ্রেণি পাস করতে হবে। অথবা ITI উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। 

পড়ুন:  চাকরির খবর: আলিয়া বিশ্ববিদ্যালয় একাধিক শূন্যপদে নিয়োগ করছে, এই ভাবে আবেদন করুন

বয়সসীমা

আবেদনকারীদের সর্বনিম্ন বয়সসীমা ১৪ বছর থাকতে হবে। এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত থাকতে হবে।

পে গ্রেড

নির্দিষ্ট নিয়ম মেনে অ্যাপটেন্টিসদের মাসিক ভাতা দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। www.yantraindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। নভেম্বর মাস পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!