চাকরির খবর: আলিয়া বিশ্ববিদ্যালয় একাধিক শূন্যপদে নিয়োগ করছে, এই ভাবে আবেদন করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আলিয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন শূন্যপদে নিয়োগ দেবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

300
UGC NET RESULT

Aliah University Recruitment Notification: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আলিয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন শূন্যপদে নিয়োগ দেবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্র। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আলিয়া বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, সরকারের অধীনে উচ্চ শিক্ষার পশ্চিমবঙ্গের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিম্নলিখিত পদগুলিতে নিয়োগের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে নির্ধারিত বিন্যাসে আবেদনগুলি আমন্ত্রণ জানিয়েছে:

(i) কম্পোজিটর (আরবি/উর্দু) (01 পদ), (ii) কম্পোজিটর (বাংলা/ইংরেজি) (01 পদ), (iii) ইলেকট্রিশিয়ান-কাম-জেনারেটর অপারেটর-কাম-পাম্প অপারেটর (01 পদ), (iv) টেলিফোন অপারেটর (01 পদ), (v) কেয়ার টেকার (03 পদ) এবং (vi) জুনিয়র পিয়ন (01 পদ)।

পড়ুন:  Assistant Professor: সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অধ্যাপনার সুযোগ, আবেদন করে ফেলুন দ্রুত

ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩২,৮০০ টাকা। টেলিফোন অপারেটর পদে আবেদনের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রতি মাসে বেতন হবে ২৭,৫০০ টাকা। কেয়ার টেকার পদে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। এ ছাড়াও স্নাতক হওয়া প্রয়োজন। প্রতি মাসে বেতন হবে ৩২,৮০০ টাকা। অষ্টম পাশেই জুনিয়র পিয়ন পদে আবেদন করা যাবে। প্রতি মাসে বেতন ১৮,৫০০ টাকা। সব ক’টি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

পড়ুন:  সরকারি চাকরির দারুন সুযোগ, প্রায় ৭০ হাজার বেতন, যোগ্যতা কী? কীভাবে আবেদন করবেন?

আবেদন পত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে তিন সপ্তাহের মধ্যে জমা করতে হবে (উভয় দিন সহ)। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখার জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: www.aliah.ac.in। আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মেয়াদ বৃদ্ধি করে ৩০ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ ওই দিন বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা।

পড়ুন:  মোট ৫৭,২০৮ শূন্যপদে নিয়োগ! পরীক্ষার সূচি প্রকাশ SSC-র, কবে কবে পরীক্ষা? রইল বিস্তারিত তালিকা

Aliah University 

(An Autonomous Institution under the Department of Minority Affairs and Madrasah Education, Govt. of West Bengaly)

Action Area 11A/27, New Town, Kolkata-700160

Recruitment Notification for Non-Teaching Staff

Advertisement No.: AU/Apptt.- 4/2024, Dated 27th August, 2024