SSC: ২৬ হাজার চাকরি বাতিলের মধ্যেই ভালো খবর! শিক্ষক পদে ১২৪০ জনকে নিয়োগ

5044
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এই খারাপ খবরের মধ্যে কিছুটা সুখবর। স্কুল স্তরে ১২৪০ জন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক নিয়োগপত্র পেতে চলেছেন। সুপার নিউমেরারি পদ তৈরি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে স্বস্তির খবর আসতেই এবার এই শূন্যপদে নিয়োগে তৎপর দেখাচ্ছে রাজ্য সরকার। 

পড়ুন:  শিক্ষক নিয়োগ: রাজ্যের এই কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন করুন

রাজ্য মন্ত্রিসভায় ২০২২ সালের সিদ্ধান্তমতো সুপার নিউমেরারি পদ তৈরির ক্ষেত্রে সিবিআই তদন্ত বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। তার পরেই বুধবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শারীর ও কর্মশিক্ষা পদে ১২৪০ জন চাকরিপ্রার্থীর নামের সুপারিশপত্র পাঠাল মধ্যশিক্ষা পর্ষদে।

এসএসসি-র ২০১৬ সালের শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা প্যানেলে নাম থাকা এই ১২৪০ জন শিক্ষকদের স্কুলে নিয়োগের জন্য কাউন্সেলিং করে সুপারিশপত্র আগেই দেওয়া হয়েছে। প্রার্থীকে অনুমোদনপত্র দেওয়া হয়েছে আগেই। সুপার নিউমেরারি পদ তৈরি বেআইনি বলেও সুপ্রিম কোর্ট জানায়নি। ফলে এবার পর্ষদকে চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র পাঠিয়ে দিয়েছে। 

পড়ুন:  অবাক কান্ড: SSC যোগ্য শিক্ষকদের তালিকায় নাম উঠল ববিতা সরকারের, স্কুলে যাবেন? যা জানালেন

তবে এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সংক্রান্ত একটি মামলা ঝুলছে। সেই দিকে নজর রাখতে হবে। স্কুলশিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, ‘এসএসসি পর্যদের কাছে সংশ্লিষ্টদের সুপারিশপত্র না পাঠালে, সুপ্রিম কোর্টের রায়ের পর শারীরশিক্ষা ও কর্মশিক্ষার প্রার্থীরা আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারতেন। এখন সেই আশঙ্কা কাটল।’ রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, এই পদে নিয়োগে অনুমোদন দেওয়া হলেও তারা কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করবে।