Homeউত্তরবঙ্গমর্মান্তিক ঘটনা: মাত্র ৩৫ বছর বয়সে দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষকের, আহত...

মর্মান্তিক ঘটনা: মাত্র ৩৫ বছর বয়সে দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষকের, আহত স্কুল শিক্ষিকা স্ত্রী, শোকের ছায়া

নির্মীয়মান বাড়ির কাজে হাত লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এদিন দুপুরের পরে মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। গুরুতর আহত স্ত্রী বোলপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্কুল শিক্ষকের মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। অকাল মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম শুভাশিস পাল। তিনি নিচুপট্টি হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। ২০১৬ প্যানেলের সহ-শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন তিনি। বয়স হয়েছিল ৩৫ বছরের মত।

নির্মীয়মান বাড়ির কাজে হাত লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এদিন দুপুরের পরে মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। গুরুতর আহত স্ত্রী বোলপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে বোলপুর ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিকাপুর আদ্যাশক্তি পল্লীতে। তার গ্রামের বাড়ি সর্পলোহনা গ্রামে হলেও তিনি তার পেশার সুবিধার কারণে বোলপুর মহরমপুরে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতেন বলে জানা গেছে। তাঁর স্ত্রীও পেশায় শিক্ষক।

শিক্ষকের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিচুপট্টি হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি। স্বল্পভাষী, সদা হাস্যময় শুভাশিসবাবু খুব অল্প সময়ের মধ্যেই স্কুলের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন দুপুরে তড়িতাহত হয়ে ওই শিক্ষক মারা জন। স্বামী স্ত্রী দুজনে ছাদে একটি লোহার পাইপ নিয়ে যাওয়ার সময় ছাদের উপর দিয়ে যাওয়া হাইভোল্টেজ তারে সেটির সঙ্গে সংযোগ হয়ে শুভাশিস পাল ও তাঁর স্ত্রী তড়িৎ আহত হন। শুভাশিস পালের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত স্ত্রীকে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments