SSC-র পর প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও বড় আশঙ্কা

3903
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: সদ্যই চাকরিহারা হয়েছেন বহু। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই বিপুল সংখ্যকের চাকরি বাতিল হয়েছে।

তবে শুধু হাইস্কুল নয়, প্রাথমিকের শিক্ষকদের নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েই বড় আশঙ্কা তৈরি হয়েছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগেও প্যানেল বাতিল হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ‘প্রাথমিকের দুটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। ২০১৬ ও ২০২০-র নিয়োগ প্রক্রিয়া। প্রথমটিতে নিয়োগ করা হয়েছিল ৪২,৯৪৯ জনকে, দ্বিতীয়টিতে নিয়োগ পান ১৬,৫০০ জন। যদি এসএসসি-র মতো অনুরূপ রায় দেয় আদালত, তাহলে এই দুই প্যানেল নিয়েই আশঙ্কা থাকবে।’ 

পড়ুন:  ৬৫টি ছুটির মধ্যেই ‘পালনীয়' এবং ‘ছুটি'! চরম বিভ্রান্তি দূর করতে পর্ষদের কাছে এই দাবি শিক্ষকদের

সব মিলিয়ে ৫৯০০০ চাকরি নিয়ে একটা আশঙ্কা রয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল করেছিল। যদিও সুপ্রিম সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। এই মুহূর্তে এই মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।