‘একতরফা ভাবে ২৬ হাজার চাকরি বাতিল হল’, SSC কাণ্ডে ফের সরব মুখ্যমন্ত্রী, জানালেন এই কথা

3189
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা

নিউজ ডেস্ক: সদ্যই চাকরিহারা হয়েছেন বহু। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই বিপুল সংখ্যকের চাকরি বাতিল হয়েছে। ফের এই চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ হাজার চাকরি বাতিল হল একতরফা! এমনই মন্তব্য করলেন তিনি।

পড়ুন:  "বিষয়টি আমি দেখব" ২৬ হাজার চাকরি নিয়ে সুপ্রিম দ্বারস্থ রাজ্য, কবে শুনানি? কি বললেন বিচারপতি?

নেতাজি ইন্ডোরের ওয়াকফ সমাবেশেও চাকরি বাতিল ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “২৬ হাজার চাকরি বাতিল হল একতরফা। অনেক সময় বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে।” 

এদিন মুখ্যমন্ত্রী ফের দাবি করলেন, চাকরি বাতিলের নেপথ্যে বাম-বিজেপির চক্রান্ত ও আদালতের এক পাক্ষিক মনোভাব। বললেন, “ওরাই চাকরি খেয়েছে, আবার ওরাই কথা বলছে।”  

পড়ুন:  একেবারে অচল বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল প্রবল সমস্যায় পড়ছেন শিক্ষকরা! তবে কি.....

এর আগে গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা করা রয়েছে। সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমার উপর ভরসা করুন। কাজ করে যান। বাচ্চাদের শিক্ষা দিন। ২ টো মাস কষ্ট করুন।”