দিতে হবে না টাকা, বিনামূল্যেই ২ কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবেন এই টাকা

আগেই বাংলার নিজের আবাস যোজনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো এবারে রাজ্য নিজের কোষাগার থেকেই একশো শতাংশ টাকা দিচ্ছে বাড়ি তৈরি করে দিচ্ছে।

4316
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক: টাকা লাগবে না, ২ কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবার শুধু মাথার ওপরের ছাদ নয়, বাড়ি তৈরির জমিও দেবে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে খবর, সর্বাধিক ২ কাঠা জমি দেওয়া হবে। সেই জমিতে বাড়িও গড়ে দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই নিয়ে যাবতীয় পদক্ষেপও করা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

রাজ্যের আবাস যোজনার (West Bengal Awas Yojana) জন্য যোগ্য, অথচ বাড়ি করার জমি নেই, এমন মানুষদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করছে রাজ্য। ভূমিহীন আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্যদের জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

জানা গিয়েছে ভূমিহীনদের জমি দেওয়ার বিষয়টি দেখার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশাসনিক কর্তাদের নির্দেশও দিয়েছেন বলে খবর মিলেছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ভূমিহীনরা যাতে মাথার উপর ছাদ পায় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আগেই বাংলার নিজের আবাস যোজনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো এবারে রাজ্য নিজের কোষাগার থেকেই একশো শতাংশ টাকা দিচ্ছে বাড়ি তৈরি করে দিচ্ছে। আবাসের ক্ষেত্রে জমিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বাংলার আবাস যোজনায় যাতে কোনো ভূমিহীন বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ রাজ্যের (Government of West Bengal)।

পড়ুন:  BIG NEWS: শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের নোটিশ দিল SSC, বিস্তারিত জেনেনিন এক ক্লিকেই

লোকসভা ভোটের আগেই আবাস যোজনায় ঘর গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা মতোই বর্তমানে জোর কদমে চলছে মাঝে। এই মুহূর্তে রাজ্যে আবাসের টাকা দেওয়ার জন্য সমীক্ষা করা হচ্ছে। সেই সময় যোগ্য হওয়া সত্ত্বেও যাদের জমি নেই তাদের এবার চিহ্নিত করা হচ্ছে। ভূমিহীনদের তালিকা অতিরিক্ত জেলাশাসক (ভূমি রাজস্ব) ও ডিএলএলআরও-দের কাছে জমা দিলে তারা এই জমি সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে রাজ্য।

পড়ুন:  Big News: নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে! SSC মামলায় মমতার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস!

এই নিয়ে এক প্রশাসনিক কর্তার কথায়, ‘এক্ষেত্রে এক-একজনকে সর্বাধিক ২ কাঠা জমি দেওয়া হয়। সাধারণত এই প্রকল্পের অধীনে বাড়ি তৈরির জন্য ১ কাঠার থেকে কিছুটা বেশি জমি লাগে। যাতে তার চেয়ে কিছুটা বেশি জমি দেওয়া যায় সেই চেষ্টা করব।’ এই বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কে সমস্ত ব্যক্তি আবাসে বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু ভূমিহীন বলে টাকা পাচ্ছেন না তাদের জন্য আশেপাশে সরকারের খাস জমি থাকলে সেখান থেকে যাতে জমির ব্যবস্থা করা হয় সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: এবার এই কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার