মর্মান্তিক: মহাকুম্ভে মৃত্যু এরাজ্যের ৩৩ বছরের শিক্ষকের! ঘটনা শুনে আঁতকে উঠছে সকলে! কীভাবে মৃত্যু জানেন?

7897

নিউজ ডেস্ক: এবার এক মর্মান্তিক খবর সামনে এল। মহাকুম্ভে মৃত্যু হল মালদহের ৩৩ বছরের শিক্ষকের! ‘ভিড়ে বুকে ধাক্কা লেগে দমবন্ধ হয়ে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবারের দাবি, ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বৈষ্ণবনগর থানার অন্তর্গত বীরনগর-২ গ্রাম পঞ্চায়েতের চড়বাবুপুর এলাকার বাসিন্দা অমিয় সাহার (৩৩)। এই নিয়ে মহাকুম্ভে এ রাজ্যের চার জনের মৃত্যুর খবর মিলেছে এখনও পর্যন্ত। এখনও পর্যন্ত নিখোঁজ বহু।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: নার্সারি এবং মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করবে রামকৃষ্ণ বেদান্ত মিশন, জেনেনিন এক্ষুনি

জানা গেছে কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন অমিয়। তিনি পরিবার এবং আত্মীয় মিলিয়ে মোট ১০ জনের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন। পরিবারের দাবি, ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন যুবক। ভিড় ঠেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই শিক্ষকের মৃত্যু হয়। শুক্রবার মালদহের বাড়িতে ফিরেছে অমিয়ের দেহ।

ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন বাবা। অমিয়ের বাবা বলেন, ‘‘ভিড়ের মধ্যে বুকে ধাক্কা লেগেছিল। আমায় বলল, বাবা বুকে লেগেছে। এটা বলতে বলতেই অজ্ঞান হয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই মারা যায়!’’

পড়ুন:  Teacher Recruitment: একলব্য স্কুলে শিক্ষক নিয়োগ, প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা

এই ঘটনা জানতে পেরেই পরিবারের সঙ্গে দেখা করতে এলাকায় যান বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন সহযাত্রীরা। শিক্ষকের মৃত্যুতে যোগী সরকারের ব্যর্থতাকে নিশানা করেন তৃণমূল বিধায়ক।

জানা গিয়েছে, গত বুধবার ভোরে পুণ্যস্নান করেন অমিয়। এরপর ফেরার সময় পরিবারের অনেকের সঙ্গে কিছু সময় পর বিচ্ছিন্ন হয়ে যান। পরে পরিবারের লোকজনকে খুঁজে পেলেও ভিড়ে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অসুস্থ অবস্থায় বহুকষ্টে গাড়ির ব্যবস্থা করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।  প্রিয় শিক্ষকের মৃত্যুর ঘটনা জানতে পেরে শোকে মূহ্যমান ছাত্রছাত্রী থেকে সহকর্মীরা।