তবে কি এবার ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ হতে চলেছে? শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

892
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এল। এবার ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে চাইল কলকাতা হাইকোর্ট! তবে, বেতন বন্ধের আগে শেষ সুযোগ দেওয়া হল রাজ্যকে। ৩ দিনের মধ্যে রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ আদালতের। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপের পথে আদালত। 

সোমবার এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে। এই ব্যাপারে রাজ্যকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি রাজ্য এই নিয়ে সিদ্ধান্ত না নেয় তাহলে হাইকোর্ট পদক্ষেপ করবে। বেতন বন্ধের নির্দেশ আদালতের পক্ষ থেকেই দেওয়া হবে। এটা থেকে স্পষ্ট, ফের এক নিয়োগ সংক্রান্ত মামলায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। 

জিটিএ শিক্ষক নিয়োগেও অনিয়মের অভিযোগ উঠেছে। দুর্নীতি মামলায় রাজ্যের কিছু মন্ত্রী, আমলার নাম জড়িয়েছে। যা নিয়ে তদন্ত করছে সিআইডি। সোমবার তাঁদের পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হলে বিচারপতি বসুর মন্তব্য, এখনই ৩১৩ জন শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত। রাজ্য কেন এখনও এদের বেতনের ভার বহন করছে তা বোধগম্য হচ্ছে না আদালতের।।

পড়ুন:  ছাত্র ধরতে বাড়ি বাড়ি যেতে হবে শিক্ষকদের! সংসদের নোটিশ আসতেই এল এই প্রতিক্রিয়া

যাদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের ন্যূনতম প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। গত মামলার শুনানিতে, এদের কেন বেতন বন্ধ করা হবে না, জিটিএ-কে সে ব্যাপারে জানাতে বলা হয়েছিল। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকারে সময় বেঁধে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আদালত।