নিউজ ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। এই ভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গোটা দেশেই এই চাকরি বাতিলের রায় নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে শাসক-বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই।
এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের ঘটনায় মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার ক্যাবিনেটকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বলেন, “শুভেন্দু অধিকারী তো তখন তৃণমূলে ছিলেন, বাঁকুড়ার ছেলেদের বঞ্চিত করে মেদিনীপুরের সাড়ে তিন হাজার ছেলেকে উনি (শুভেন্দু) চাকরি দিয়েছিলেন!” কল্যাণ এও বলেন, “শুভেন্দুকে আগে জেলে ভরা উচিত। তারপরে অন্য কথা হবে!”
এর আগে শুভেন্দু বলেছিলেন, “অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে ২০২২ সালের ৫ মে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। ওই বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী-সহ সকলকে গ্রেফতার করে জেরা করলেই যোগ্য অযোগ্য বাছাই সম্ভব।”
এবার বিরোধী দলনেতার আনা এই অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধেই চাকরি বিলির বড় অভিযোগ এনেছেন কল্যাণ। যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে আজ চাকরিহারাদের সঙ্গে বসতে চলেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।