নিউজ ডেস্ক: ডিএ নিয়ে বড় পরিবর্তন আসবে এবার? ফিরে আসবে পুরনো বেতন কমিশনের নিয়ম? কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে সংক্রান্ত খবর নিয়ে বড় আপডেট এল।
সাধারণত বছরে দু’বার করে ডিএ বৃদ্ধি হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই আবহে কয়েক মাস আগে ৫০ শতাংশের গণ্ডি ছাড়িয়েছিল ডিএ। এরপর থেকে জল্পনা তৈরি হয়েছিল, মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে জুড়ে যাবে কি না? তবে তেমনটা হয়নি।
আসলে পঞ্চম বেতন কমিশনের সময়কালে নিয়েম ছিল, ডিএ ৫০ শতাংশ ছাড়ালে তা যেন মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যায়। অষ্টম বেতন কমিশনেও যাতে সেই নিয়ম ফিরিয়ে আনা হয়, তার জন্যে দাবি উঠতে শুরু করেছে। কয়েক মাস আগে যখন ডিএ ৫০ শতাংশের গণ্ডি ছাড়িয়েছিল, তখন থেকেই মূলত বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা তৈরি হলেও তেমন কিছু হয়নি। এই আবহে অষ্টম বেতন কমিশনে যাতে সেই প্রস্তাব থাকে, এবং তা কার্যকর হয়, সেই দাবি উঠেছে।
১৯৯৬ সাল ২০০৬ পর্যন্ত পঞ্চম বেতন কমিশন কার্যকর ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে। সেই সময় নিয়ম ছিল ডিএ ৫০ শতাংশ হলে তা মূল বেতনের সঙ্গে জুড়ে যাবে। এই আবহে ২০০৪ সালের ১ এপ্রিল থেকে ৫০ শতাংশ ডিএ জুড়ে মূল বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে ষষ্ঠ বেতন কমিশনে সেই নিয়ম প্রস্তাব করা হয়নি। সপ্তম পে কমিশনেও তা নেই। এই আবহে কর্মীদের তরফ থেকে দাবি উঠছে যে ডিএ ৫০ শতাংশ হয়ে গেলেই তা যেন মূল বেতনের সঙ্গে জুড়ে যায়।