বেতন বৃদ্ধির আশায় বুক বেঁধে থাকা সরকারি কর্মীরা খেলেন জোর ধাক্কা, প্রকাশ্যে এল নয়া আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়া বেতন কমিশন কবে গঠন করা হবে? এই প্রশ্নের জবাব খুঁজতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির। তবে সেই বৈঠক...

4300
DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: আশায় বুক বেঁধে থাকা সরকারি কর্মীরা খেলেন জোর ধাক্কা। আপাতত ঝুলে থাকল সরকারি কর্মীদের ভাগ্য। নভেম্বরে জেসিএম বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে বলেই জানা গেছ। এই আবহে নয়া বেতন কমিশন নিয়ে উৎকণ্ঠা বাড়ল সরকারি কর্মীদের মধ্যে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়া বেতন কমিশন কবে গঠন করা হবে? এই প্রশ্নের জবাব খুঁজতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির। তবে সেই বৈঠক নভেম্বরে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে আগামী ডিসেম্বরে এই বৈঠকটি হতে পারে বলে দাবি করা হয়েছে এনডিটিভি প্রফিটের রিপোর্টে।

আসলে নভেম্বরই বৈঠকে বসার কছা ছিল ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির। অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে স্পষ্ট ধারণা পেতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। উল্লেখ্য, এই জেসিএম হল এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সরকারের সঙ্গে সরকারি কর্মীদের বিবাদের বিষয়গুলি নিয় আলোচনা করা হয়।

পড়ুন:  এবার এই শিক্ষকদের বেতন একলাফে বাড়ল ৫ হাজার টাকা, বাড়ল EPF-ও

প্রসঙ্গত উল্লেখ্য, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির প্রধান হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। এছাড়াও আরও বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা এর সদস্য। জানা গিয়েছে, কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতরের সচিবের সম্প্রতি বদলি হয়েছে। এর জেরেই নভেম্বরে এই জেসিএম বৈঠক হবে না।

পড়ুন:  'আমায় ক্ষমা করে দেবেন...কিন্তু আমি সন্তুষ্ট', কেন এমন বললেন বিদায়ী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়? জেনেনিন

সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে মুখ খোলেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির (স্টাফ সাইড) সচিব শিব গোপাল মিশ্র। তিনি দাবি করেন, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা উচিত। এই আবহে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৭,৯৯০ টাকা থেকে বেড়ে ৫১,৪৫১ টাকা হয়ে যেতে পারে। এদিকে শিব গোপাল মিশ্র বৈঠক পিছিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘সচিব বদলির কারণে বৈঠক পিছিয়ে যাচ্ছে। তবে যখনই এই বৈঠক হবে, আমরা অষ্টম বেতন কমিশনের বিষয়টি উত্থাপন করব। কারণ এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া জরুরি।’