নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। বেশ কয়েকটি শুনানি পিছিয়ে যাওয়ার পর জানুয়ারিতেই সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি হতে পারে। এবার সেই মামলায় যুক্ত হতে পারে নয়া পার্টি। তবে কি বকেয়া ডিএ মামলায় সমীকরণ বদলাবে?
আগামী ২০২৫ সালের ৭ জানুয়ারি (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলাটি। সেই মামলার শুনানির দিকেই তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী এবং শিক্ষকরা। এই আবহে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হল, তাঁরা এই মামলায় যুক্ত হতে চলেছেন।
ভাস্কর ঘোষ নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে লেখেন, ‘বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্ট চলছে। সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ এখনও পর্যন্ত অংশীদার নয়। এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য আমাদের প্রক্রিয়া চলছে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের টিম হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে যান। এই মামলা সংগ্ৰামী যৌথ মঞ্চের যোগদান বিষয়ক আলোচনা হয় সেখানে। এই লড়াইতে সবাইকে সাথে চাই। কারণ এই লড়াই বৃহৎ ও কঠিন।’
প্রসঙ্গত উল্লেখ্য, বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন, অন্যদিকে এরাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ।