Homeপশ্চিমবঙ্গSSC: চলেছে টানা কাউন্সেলিং, শিক্ষক পদে 'না' ৩০০ বেশি চাকরিপ্রার্থীর, বড় খবর...

SSC: চলেছে টানা কাউন্সেলিং, শিক্ষক পদে ‘না’ ৩০০ বেশি চাকরিপ্রার্থীর, বড় খবর সামনে এল

দু’দিনে মোট ১৪১৪ জনকে ডাকা হয়েছিল কাউন্সেলিং এর জন্য। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা ছিল ১৪৪। বৃহস্পতিবার সেই সংখ্যা ছিল ১৬১।

SSC শিক্ষক নিয়োগ: আইনি জটিলতার কারণে দীর্ঘদিন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ থমকে ছিল। এই সময়কালের মধ্যে অনেকে কেন্দ্রীয় সরকারের চাকরি করছেন বা কেউ শিক্ষকতার চাকরি থেকে সরে অন্যান্য সরকারি চাকরিতে যোগদান করেছেন। ফলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে অনুপস্থিত প্রার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

দুই দিনেই উচ্চ প্রাথমিকের চাকরিতে ‘না’ ৩০০ বেশি চাকরিপ্রার্থীর। বৃহস্পতিবার ছিল কাউন্সেলিংয়ের দ্বিতীয় দিন। সেখানে অনুমোদনপত্র নেওয়ার জন্য ডাকা হয়েছিল ৭০৭ জনকে। আর তার মধ্যে অনুপস্থিত রইলেন ১৬১ জন।

দ্বিতীয় দিনে ডাকা হয়েছিল সাতশোরও বেশি চাকরিপ্রার্থীকে। এর মধ্যে বাংলায় শিক্ষকতা করার জন্য ৩৫০ জনকে এবং ইংরেজি বিষয়ে শিক্ষকতার জন্য ৩৫৭ জনকে ডাকা হয়। বাংলায় অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা হচ্ছে ৭৭। আর ইংরেজিতে এই সংখ্যা হচ্ছে ৮৪ ।

দু’দিনে মোট ১৪১৪ জনকে ডাকা হয়েছিল কাউন্সেলিং এর জন্য। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা ছিল ১৪৪। বৃহস্পতিবার সেই সংখ্যা ছিল ১৬১। সব মিলিয়ে দু’দিনে ৩০৫ জন চাকরি গ্রহণ করলে না উচ্চ প্রাথমিকের প্রার্থীরা।

বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের কাউন্সেলিং ছিল। ২৭ নভেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। পুজোর আগে প্রথম পর্বের তালিকায় ৮,৭৪৯ জনের নাম প্রকাশ করা হয়েছিল। এঁদের মধ্যে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল ৬৫৮ জনকে। যার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪৭ জন এবং কাউন্সেলিংয়ে এসেও অনুমোদনপত্র নেননি দু’জন। উপস্থিত ছিলেন মোট ৫০৯ জন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments