ডিএ মামলা, সুপ্রিম কোর্ট: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলা নিয়ে এই মূহুর্তে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। মামলাটির শুনানি বারেবারে পিছিয়ে গেছে। সুপ্রিম কোর্টে নয়া প্রধান বিচারপতি এসেছেন। নয়া প্রধান বিচারপতি আসতেই আশার আলো দেখতে পাচ্ছেন সরকারি কর্মীরা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর জায়গায় এই পদে আসীন হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। এই আবহে ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। সেই পোস্টে ডিএ মামলার শুনানি নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি।
ডিএ মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে। দেবীর হাতে তরোয়ালের জায়গায় সংবিধান এসেছে। এতদিন দেবীর চোখ বন্ধ ছিল ফলে ডিএ মামলাটি দৃষ্টি গোচর হয়নি। এবারে আশা করা যায়, আগামী ০৭.০১.২৫ মামলাটি শোনা হতে পারে।’
প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য ৩ শতাংশ ডিএ ঘোষনা করেছেন কেন্দ্র সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। কেন্দ্রের ঘোষণার পরেই বিভিন্ন রাজ্য তাঁর কর্মীদের জন্য ডিএ ঘোষনা করছে। যদিও এরাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষনা করা হয়নি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র ১৪ শতাংশ ডিএ পাচ্ছেন। হিসাব অনুযায়ী ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা।