DA News: সরকারি কর্মচারীদের ১৮% DA বাড়তে পারে! ভাবনাচিন্তা শুরু রাজ্যের, কবে মিলবে বকেয়া ডিএ?

১৮ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে সরকারি কর্মচারীদের! এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য চমকাতে পারে। এর কারণ হল, ১৮ শতাংশ ডিএ বাড়তে পারে তাঁদের।

2182
DA News মহার্ঘ ভাতা

DA News: ১৮ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে সরকারি কর্মচারীদের! এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য চমকাতে পারে। এর কারণ হল, ১৮ শতাংশ ডিএ বাড়তে পারে তাঁদের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে তাঁদের প্রাপ্ত DA র হার অনেকটাই কম। এই নিয়ে কর্মীদের মধ্যে তুমুল অসন্তোষও আছে। আর সেই আবহে বড় খবর সামনে এল।

পড়ুন:  Weather Update Rain: ফের ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, রাজ্যে নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ায় দফতরের, কবে থেকে?

জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে ১৮ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হল। তবে একলপ্তে ১৮ শতাংশ ডিএ বাড়ানো হবে না।  একাধিক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে নয়া অর্থবর্ষের বাজেট নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। আর সেটার অঙ্গ হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। 

পড়ুন:  কিভাবে স্বামীকে খুন? মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডে পুলিশ জানিয়েছে: 'স্ত্রী সোনম রঘুবংশী পুরুষদের ভাড়া করেছিল'




উৎসবের আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের তিন বা চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। চার শতাংশ ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়তে পারে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুজো বা দীপাবলির আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের তিন বা চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। 

পড়ুন:  69000 শিক্ষক নিয়োগ: সুপ্রিম কোর্টে শুনানি হয়নি, প্রার্থীরা হতাশ, দীপাবলির পরে এই তারিখে হবে শুনানি

২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে ৬৪ শতাংশে নিয়ে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়িয়ে ৬৪ শতাংশ করা হতে পারে। যদি সত্যিই এটা হয়, তবে দারুন খবর হবে সেরাজ্যের সরকারি কর্মীদের জন্য।