নিউজ ডেস্ক: আগামিকাল, ১২ই ফেব্রুয়ারি অর্থাত্ বুধবার বাজেট পেশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে এটাই হচ্ছে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সম্ভবত, রাজ্য সরকার এই বাজেটেই ডিএ বা সিনিয়র ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা নিয়েও অনেকে আশাবাদী।
সম্প্রতি, অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে চলছে ৬ষ্ঠ বেতন কমিশন। কেন্দ্র পে কমিশন নিয়ে ঘোষনা করলেও রাজ্য সরকার এই বিষয়ে এখনও নীরব। ফলে প্রশ্ন উঠেছে, কেন্দ্র যখন অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে, তখন রাজ্য কবে দেবে সপ্তম বেতন কমিশন?
আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার বাজেট পেশ করবে রাজ্য সরকার। মনে করা হচ্ছে, রাজ্য সরকার এই বাজেটেই ডিএ বা সিনিয়র ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। লক্ষ্মীর ভান্ডার (লক্ষ্মীর ভান্ডার) বাজেটে অর্থ বৃদ্ধিরও ঘোষণা করা হতে পারে। সাধারণত, কেন্দ্র ও রাজ্য সরকার প্রতি 10 বছরে বেতন কমিশন গঠন করে। কর্মচারীদের বেতন বৃদ্ধি জিনিসপত্রের দাম এবং মুদ্রাস্ফীতি অনুযায়ী নির্ধারিত হয়। 2015 সালের নভেম্বরে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন অনুষ্ঠিত হয়েছিল।
প্রায় 10 বছর কাটতে চলল। এই অবস্থায় চলতি বছরের সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা দিতে পারে রাজ্য, এমনটাই আশা করছেন এরাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। রাজ্য বাজেটেই ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত বছর সরকার রাজ্য বাজেট অর্থাৎ 2024-এ 4 শতাংশ ডিএ ঘোষণা করেছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53 শতাংশ হারে সিনিয়র ভাতা পান। অর্থাৎ কেন্দ্র-রাজ্যের সর্বোচ্চ আয় ৩৯ শতাংশ। মনে করা হচ্ছে বাজেটে অন্তত ৪ শতাংশ ডিএ ঘোষনা করা হতে পারে।