পশ্চিমবঙ্গ: এবার এই কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার

41193
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের তরফে বড় ঘোষণা! রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা (ডিএ) আগেই ১৪ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ করেছে। এপ্রিল মাস থেকেই এই নতুন হারে ভাতা পাবেন কর্মীরা। এদিকে, ডিএ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার চুক্তিভিত্তিক বাস চালক ও কন্ডাক্টরদের বেতনও উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে। আগে যেখানে এই কর্মীদের মাসিক বেতন ছিল ১৩,০০০ টাকা, এখন থেকে তাঁরা পাবেন ১৬,০০০ টাকা। এনিয়ে কর্মীদের মধ্যে উৎসাহের পারদ চড়েছে। অনেকেই একে ‘দোলের মেগা উপহার’ বলে অভিহিত করছেন।

কী বলছে সরকারি বিজ্ঞপ্তি?

গত ১৩ মার্চ রাজ্য পরিবহণ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের প্রাথমিক বেতন ৩,০০০ টাকা বাড়িয়ে ১৬,০০০ টাকা করা হয়েছে। শুধু তাই নয়, কর্মকালের ভিত্তিতে পর্যায়ক্রমে বেতন আরও বাড়ানো হবে। যেমন:  

পড়ুন:  এটা হলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে! নিয়োগ নিয়ে যা জানালেন শিক্ষা পর্ষদের এক কর্তা

– ৫ বছর চাকরি সম্পন্ন করলে বেতন হবে ২০,০০০ টাকা।  

– ১০ বছর পূর্তিতে বেতন বেড়ে দাঁড়াবে ২৫,০০০ টাকা।  

– ১৫ বছর কর্মরতদের বেতন হবে ৩১,০০০ টাকা।  

– ২০ বছর পূর্ণ করলে মাসিক আয় হবে ৩৮,০০০ টাকা।  

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে শেষবার চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন সংশোধন করা হয়েছিল। অর্থাৎ, ৮ বছর পর এই সিদ্ধান্তে স্বস্তি মিলল হাজার হাজার কর্মীর।

পড়ুন:  শিক্ষক সংগঠনের দাবি মেনে নোটিশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, স্বাগত জানাচ্ছেন শিক্ষকরা

কেন এই সিদ্ধান্ত?

রাজ্য সরকারের কর্মসূচির আওতাধীন বাস পরিষেবায় নিয়োজিত চালক ও কন্ডাক্টরদের দীর্ঘদিনের দাবি ছিল বেতনবৃদ্ধির। মূল্যস্ফীতির জেরে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আগের বেতন অপ্রতুল হয়ে পড়েছিল। এই প্রেক্ষিতেই সরকারি স্তরে বেতন কাঠামোয় বদল আনা হয়। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ‘‘কর্মীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই সংশোধনী তাঁদের জীবনমান উন্নয়নে সাহায্য করবে।’’

কর্মীদের প্রতিক্রিয়া

বেতনবৃদ্ধির খবরে খুশি চুক্তিভিত্তিক কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার এক বাস চালক বলেন, ‘‘৮ বছর পর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক। বাড়তি টাকায় সন্তানের পড়াশোনার খরচ মেটানো সহজ হবে।’’ অনেকেই এই ঘোষণাকে ‘নববর্ষের আগে সরকারি উপহার’ বলে গণ্য করছেন। তবে কিছু কর্মী ডিএ বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, ‘‘মূল্যস্ফীতির তুলনায় ডিএ বৃদ্ধির হার যথেষ্ট নয়।’’

পড়ুন:  92,116টি শূন্যপদের জন্য আবেদন করেছেন 71 লাখেরও বেশি চাকরি প্রার্থী, জানুন বিস্তারিত

সরকারি সূত্রে জানা গিয়েছে, বেতনবৃদ্ধির প্রক্রিয়া আগামী মাস থেকেই কার্যকর হবে। এর পাশাপাশি রাজ্য জুড়ে পরিবহণ পরিষেবার উন্নয়নে নতুন প্রকল্পের কথাও ভাবছে প্রশাসন। সকলের আশা, এই পদক্ষেপ সরকারি কর্মী ও যাত্রী—উভয়ের জন্যই সুফল বয়ে আনবে।