বাংলায় DA নিয়ে বড় খবর: তবে কি DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের? শুরু হয়ে গেল বাজেট প্রস্তুতি, প্রোফর্মা পাঠানোর নির্দেশ

তবে কি এবার মহার্ঘ ভাতা (DA) বাড়ছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের! দু'মাস পরই নতুন বছর শুরু। এরই মধ্যে আগামী অর্থবর্ষের বাজেটের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।

12000
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

ডিএ বৃদ্ধি: তবে কি এবার মহার্ঘ ভাতা (DA) বাড়ছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের! দু’মাস পরই নতুন বছর শুরু। এরই মধ্যে আগামী অর্থবর্ষের বাজেটের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ বিধানসভা ভোটকে মাথায় রেখে বাজেট প্রস্তাবের প্রোফর্মা পাঠানোর জন্যে সব দফতরকে নির্দেশ দিয়েছে অর্থদফতর। তাতে DA বাড়াতে বলা হয়েছে বলে খবর। ১১ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষের এই প্রোফর্মা পাঠানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চলছে অক্টোবর। হাতে আর মাত্র দু’মাস, তারপরই নতুন বছর শুরু। ২০২৪ পেরিয়ে ২৫ এর পথে সকলে। এরই মধ্যে আগামী অর্থবর্ষের বাজেটের (Budget) প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার (Government of West Bengal)। রিপোর্ট অনুযায়ী, বাজেট প্রস্তাবের প্রোফর্মা পাঠানোর জন্যে ইতিমধ্যেই সব দফতরকে নির্দেশ দিয়েছে অর্থ দফতর। ১১ নভেম্বরের মধ্যে ২০২৪-২৫ অর্থবর্ষের সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাবের প্রোফর্মা পাঠানোর নির্দেশ।

২০২৬ সালে রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে। আর তার আগে আগামী বাজেট শেষ পূর্ণাঙ্গ বাজেট হবে ভোটের আগে। তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন থেকেই বাজেটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী বছর ফেব্রুয়ারী মাসে রাজ্যের বাজেট পেশ হবে। বিধানসভা ভোটের আগে সেই বাজেটে একাধিক চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

পড়ুন:  ছুটির তালিকা: গরমে মাত্র ৯ দিন, আর পুজোয় ২৫ দিনের ছুটি! পর্ষদের ভূমিকায় বড়সড় প্রশ্ন উঠে গেল

গত বাজেটে ৩% ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মীদের। এরপর অবশ্য আরও দু’দফায় ডিএ বেড়েছে সরকারি কর্মীদের। প্রথমে ২০২০ সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়। তারপর বাজেটে ৩% মহার্ঘ ভাতা বাড়ে। এরপর ২০২৪ সালের মার্চে ৪ এবং এপ্রিল মাসে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়। বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

পড়ুন:  শিক্ষকদের পেনশনে নিয়ম শিথিলে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভাব-অভিযোগ জানাতে নম্বর

তবে এই পরিমাণ ডিএ (DA) পেয়ে একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার ৫০ শতাংশ। তবে পুজোর মধ্যেই ফের ডিএ বাড়তে চলেছে তাদের। এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫৩-৫৪ শতাংশে পৌঁছে যাবে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ১৪ শতাংশ। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে।

পড়ুন:  এবার মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকারি অ্যাপ আনছেন, জব্দ হবেন বহু অফিসার থেকে আমলারা

এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “২০২৬-এ বিধানসভা ভোটকে মাথায় রেখে আগামী বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডি এ বাড়ানোর ভাবনা রাজ্য সরকারের। আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তুতিতে তার ইঙ্গিত। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, ভিক্ষা নয়, সমস্ত বকেয়াসহ কেন্দ্রীয় হারে অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দিক রাজ্য সরকার।”