সরকারি চাকরি: রাজ্যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল, শূন্যপদ 85টি, আবেদন করুন এইভাবে

1009
চাকরির খবর ব্যাঙ্কে নিয়োগ

সরকারি চাকরি: খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন। ক্লার্ক পদে নিয়োগ করবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে হবে। 

28/01/2025 তারিখ থেকে 27/02/2025 তারিখের রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। www.webcsc.org ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনলাইন পরীক্ষায় (অনলাইন CBT) নেওয়া হবে। ছয়টি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের জন্য করণিক ক্যাডারের পদে নিয়োগ দেওয়া হবে। মোট 85টি শূন্যপদ আছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট www.webcsc.org এ পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা দেখে নিতে পারেন।  

পড়ুন:  লিখিত পরীক্ষা ছাড়াই NCERT-তে নিয়োগ হবে, মাসিক বেতন ৬০ হাজার- যোগ্য কারা?