নিউজ ডেস্ক: আজ সকাল ৮টায় শুরু হওয়া মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং ফলাফলের দিকে সকলের দৃষ্টি রয়েছে। উভয় রাজ্যেই, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধী দল ভারত ব্লকের দলগুলি তুমুল লড়াইয়ে নেমেছে।
288 আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে, বিপুল আসনে এগিয়ে রয়েছে বিজেপি জট। তবে ঝাড়খন্ডে উল্টো হওয়া বইছে। সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। জেএমএম, কংগ্রেস, আরজেডি এবং সিপিআই (এমএল) লিবারেশন যৌথভাবে ইন্ডিয়া ব্লকের অধীনে ঝাড়খণ্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে আছে বিজেপি জোট।
বিজেপি লড়াইয়ে নেমেছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (AJSU), সংযুক্ত জনতা দল (JDU)-কে সঙ্গে নিয়ে। এখনও পর্যন্ত গণনা যেভাবে চলছে, তাতে ঝাড়খণ্ডে ফের হেমন্ত সরকারের প্রত্যাবর্তন ঘটতে চলেছে।
JHARKHAND (81/81)To Win – 41
NDA: 29
INDIA: 50
OTH: 02
Party | Won | Leading | Total |
---|---|---|---|
Jharkhand Mukti Morcha – JMM | 0 | 30 | 30 |
Bharatiya Janata Party – BJP | 0 | 27 | 27 |
Indian National Congress – INC | 0 | 14 | 14 |
Rashtriya Janata Dal – RJD | 0 | 5 | 5 |
AJSU Party – AJSUP | 0 | 1 | 1 |
Lok Janshakti Party(Ram Vilas) – LJPRV | 0 | 1 | 1 |
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) – CPI(ML)(L) | 0 | 1 | 1 |
Janata Dal (United) – JD(U) | 0 | 1 | 1 |
Independent – IND | 0 | 1 | 1 |
Total | 0 | 81 | 81 |