SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC Teacher Recruitment)। চলছে স্কুল বাছাইয়ের জন্য দ্বিতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের নিজের পছন্দ মত স্কুল বেছে নিচ্ছেন। আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করেছিল।
সেই হিসাবে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দফার কাউন্সিলিং (WBSSC Upper Primary Counselling) পর্ব চলছে। বাংলা মাধ্যমের স্কুলে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি।
হিসাব অনুযায়ী আজ বাংলা বিষয়ে ২১৬ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখান করা প্রার্থীর সংখা ৬৫ জন। এদিন ইংরেজি বিষয়ের জন্য মোট ৩৫৭ জনকে ডাকা হয়েছিল। অনুপস্থিত ও প্রত্যাখান করা প্রার্থীর সংখা মোট ৯০ জন। অর্থাৎ মোট অনুপস্থিত ১৫৫ জন।
সম্পূর্ণ হিসাব অনুযায়ী বাংলা বিষয়ে মোট ৯১৬ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে। এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখান করা প্রার্থীর সংখা ২০৬ জন। ইংরেজি বিষয়ের জন্য মোট ১০৭১ জনকে ডাকা হয়েছে। অনুপস্থিত ও প্রত্যাখান করা প্রার্থীর সংখা ২৪৬ জন। বাংলা ও ইংরেজি বিষয়ে মোট ১৯৮৭ জনকে ডাকা হয়েছে। এর মধ্যে চাকরি নেননি ৪৫২ জন। অর্থাৎ শতাংশের হিসাবে ২২.৭৪ শতাংশ।
প্রথম দফার কাউন্সেলিং শেষে সুপারিশ পত্র পেয়েছিলেন মোট ৫০৯ জন চাকরিপ্রার্থী। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল মোট ৬৫৮ জনকে। যার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪৭ জন এবং কাউন্সেলিংয়ে এসেও সুপারিশ পত্র নেননি দু’জন। মোট উপস্থিত ছিলেন ৫০৯ জন।