Big News: SSC আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, জেনেনিন বিস্তারিত

১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী।

1381

SSC সুপ্রিম কোর্ট: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে করা মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেওয়া হল। আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন মোট দুটি SPL আজ উঠেছিল শীর্ষ আদালতে। যদিও তা খারিজ হয়ে গেল।

এদিন মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়েছেন, “নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই এবং নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।”

১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। যদিও এই মামলাটি খারিজ হয়ে গেল বলেই জানা যাচ্ছে।

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। এদিন মামলাটি ৯ নম্বর সিরিয়ালে ছিল। তবে আদালতে তেমন সুবিধা করতে পারলেন না মামলাকারী চাকরি প্রার্থীরা।

এদিন রাজীব ব্রহ্মর করা মামলা ছাড়াও আপার প্রাইমারী বঞ্চিত চাকরি প্রার্থীদের আরও একটি মামলা ছিল। সেই মামলাটিও খরিজ হল। ফলে চলতি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে আর কোনও সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে। 

পড়ুন:  SSC: ফের হবে কাউন্সেলিং! শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন, দেখেনিন

কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা আগেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই মুহূর্তে স্কুল বাছাইয়ের জন্য চলছে কাউন্সেলিং প্রক্রিয়া। 




এর আগে গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে ১৪০৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশ মেনেই ফল প্রকাশ করে এসএসসি।

পড়ুন:  SSC: 'কী লাভ হবে? বৈঠকের নামে আসলে চাকরিহারাদের বোকা বানানো হচ্ছে' যা জানালেন বিকাশরঞ্জন