HomeভারতDA Hike: কেন্দ্রের পথে হেঁটে এবার এই রাজ্যেও বাড়বে মহার্ঘ ভাতা, কত...

DA Hike: কেন্দ্রের পথে হেঁটে এবার এই রাজ্যেও বাড়বে মহার্ঘ ভাতা, কত শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী?

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন, অন্যদিকে এরাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ।

নিউজ ডেস্ক: কিছুদিন আগেই ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষনা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের পথে হেঁটে বিভিন্ন রাজ্যেও ডিএ বৃদ্ধির ঘোষনা করছে। কেন্দ্রের পথে হেঁটে রাজ্যেও বাড়বে ডিএ।  এই নিয়ে মুখ্যমন্ত্রী শীঘ্রই বড় ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে।

ডিএ ঘোষনা হলে রাজ্যের কয়েক লাখ শিক্ষক এবং সরকারি কর্মীর মুখে হাসি ফুটতে পারে। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের পথে হেঁটে এবার উত্তরপ্রদেশেও মহার্ঘ ভাতা বৃ্দ্ধির ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

খবর অনুযায়ী, কেন্দ্রের মতো উত্তরপ্রদেশেও ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হতে পারে দিওয়ালির আগে। এই মহার্ঘ ভাতা কার্যকর হবে ১ জুলাই থেকে। উত্তরপ্রদেশে বর্তমানে ৫০ শতাংশ হারে ডিএ দেওয়া হয় সরকারি কর্মীদের। ডিএ বৃদ্ধি হলে তা কেন্দ্রীয় হারের সঙ্গে সমান হয়ে যাবে।  

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স এবং পেনশনভগীদের তিন শতাংশ ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হল। আর সেজন্য কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বাড়তি ৯,৪৪৮ কোটি টাকা বেরিয়ে যাবে বলে জানানো হয়েছে।

পড়ুন:  পুজো বোনাসের ঘোষনা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা এই রাজ্যে, খুশিতে আত্মহারা সবাই

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে।এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন, অন্যদিকে এরাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!