TET: টেট সার্টিফিকেট দেওয়া গুরুত্বপুর্ণ নির্দেশ দেওয়া হল, জেনেনিন বিস্তারিত

18682
স্কুল সার্ভিস কমিশন

নিউজ ডেস্ক: এবার টেট সার্টিফিকেট দেওয়া গুরুত্বপুর্ণ নির্দেশ দেওয়া হল। টেট পাশ প্রার্থীদের টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ দেওয়া হল। সাউথ ইস্টার্ন রিজিয়নে TET সার্টিফিকেট বিতরণ সূচীর নোটিশ দেওয়া হল। 

এই সার্টিফিকেটের বৈধতা জীবনভর। RSSC, দক্ষিণ পূর্ব অঞ্চলের TET সার্টিফিকেট বিতরণ সংক্রান্ত নোটিশ দেওয়া হল। নির্দিষ্ট দিনে গিয়ে টেট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। 

 প্রার্থীদের জানানো হচ্ছে যে, এসএসসি দক্ষিণ পূর্বাঞ্চলের লাইফ টাইম ভ্যালিডেশন সহ TET সার্টিফিকেট বিতরণ করা হবে। এই অঞ্চলের অফিসে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী বিতরণ করা হবে, WBRSSC (SER)। 

পড়ুন:  শিক্ষাকর্মীদেরও ‘রক্ষাকবচ’ চাইবে রাজ্য, ২১ তারিখের মধ্যেই তালিকা প্রকাশ: ব্রাত্য বসু

টেট সার্টিফিকেট

WBCSSC এর অফিসিয়াল u থেকে প্রার্থীরা তারিখ এবং সময়সূচী দেখে নিতে পারেন। তারিখ অনুযায়ী 11 টা থেকে 4 টা পর্যন্ত টেট সার্টিফিকেট দেওয়া হবে।।

টেট সার্টিফিকেট নিতে গেলে যে যে নথি গুলো প্রয়োজন –

i) receipt copy of submission tet certificate

ii) Admit card of TET examination 2011 (Admit Card হারিয়ে গেলে GD copy)

পড়ুন:  WBSSC Group C and D: রাজ্যের স্কুলে ক্লার্ক, গ্রুপ-D, লাইব্রেরিয়ান পদে বিরাট নিয়োগ! নতুন পদ্ধতিতে পরীক্ষা, দেখুন নম্বর বিভাজন

iii) Any photo ID proof (aadhaar / epic / PAN / driving license / passport)