Homeপশ্চিমবঙ্গহলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে নোটিশ স্কুল শিক্ষা দফতরের, শ্রেণিভিত্তিক শিক্ষক ও গ্রুপ...

হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে নোটিশ স্কুল শিক্ষা দফতরের, শ্রেণিভিত্তিক শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের দাবি উঠল

প্রাথমিক বিদ্যালয়গুলিতে শ্রেণিভিত্তিক শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে হবে। না হলে হোলিস্টিক রিপোর্ট কার্ডের মহৎ উদ্দেশ্য সফল হবে না, ব্যর্থ হবে।

নিউজ ডেস্ক: ২০২৫ শিক্ষাবর্ষে ১ম থেকে ৮ম শ্রেণির হলিস্টিক রিপোর্ট কার্ড চালুর জন্য জেলা অনুযায়ী গোটা রাজ্যের জেলাগুলিকে দুটি ব্যাচে ভাগ করে ২১ ও ২২শে নভেম্বর Online Orientation Programme জুম এ্যাপে আয়োজনের নোটিফিকেশন প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর।

হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে নভেম্বর ২১ ও ২২ তারিখ ZOOM এর মাধ্যমে একটি ওরিয়েন্টেশনের আয়োজন করেছে স্কুল শিক্ষা দফতর। নির্দিষ্ট তারিখ অনুযায়ী কোন জেলার কবে হবে সেটা দিয়ে দেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু করার জন্য মাধ্যমিক এবং প্রাইমারির ডিয়াইদের নিয়ে মিটিং এর নোটিশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “হলিস্টিক রিপোর্ট কার্ড যেভাবে তৈরি করা হয়েছে তাতে একটি ছাত্রের শুধু শিক্ষাগত দিক নয়, সার্বিক দিকগুলি উঠে আসবে। ছাত্র-ছাত্রীদের সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে তা অত্যন্ত উপযোগী। শিক্ষাদানের কাজ ছাড়াও ছাত্র-ছাত্রীদের এই সার্বিক দিক তুলে ধরার জন্য যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকদের। কিন্তু তার জন্য সর্বাগ্রে যেটি দরকার সেটি হলো বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক-শিক্ষাকর্মী এবং উপযুক্ত পরিকাঠামো। তার জন্য বিদ্যালয় গুলিতে শিক্ষা বহির্ভূত অন্যান্য হাজার কাজ থেকে শিক্ষকদের সম্পূর্ণ অব্যাহতি দিতে হবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক বিদ্যালয়গুলিতে শ্রেণিভিত্তিক শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে হবে। না হলে হোলিস্টিক রিপোর্ট কার্ডের মহৎ উদ্দেশ্য সফল হবে না, ব্যর্থ হবে। এই দিকগুলি শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারকে ভেবে দেখতে হবে।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!