WBSSC: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ২য় SLST (AT) ২০২৫ পরীক্ষার প্রোভিশনাল অ্যাডমিট কার্ড প্রকাশ, জেনেনিন বিস্তারিত

8210
স্কুল সার্ভিস কমিশন

কলকাতা, ১৪ আগস্ট ২০২৫ — পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ২য় SLST (AT) ২০২৫ পরীক্ষার (IX-X এবং XI-XII স্তর) প্রার্থীদের জন্য প্রোভিশনাল অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com থেকে প্রার্থীরা ড্যাশবোর্ডে লগইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে—

1. শ্রেণি (Category) আপডেট বাধ্যতামূলক

কিছু প্রার্থী এখনো তাদের ক্যাটেগরি সম্পর্কিত তথ্য আপলোড করেননি। ক্যাটেগরি যাই হোক না কেন (সাধারণ বা অন্য), সকলের এই তথ্য আপডেট করা আবশ্যক। যারা এখনো ক্যাটেগরি তথ্য আপডেট করেননি, তারা প্রোভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তথ্য আপডেট করার পর, যদি প্রার্থীর আবেদন অন্য কারণে বাতিল না হয়ে থাকে, তবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

পড়ুন:  SSC: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষা দফতরের ছাড়পত্র, পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা!

2. আবেদন বাতিলের কারণ দেখার সুযোগ

যেসব প্রার্থীর আবেদন বাতিল হয়েছে, তারা বাতিলের কারণ দেখতে পারবেন।

3. নির্দেশাবলী মনোযোগ দিয়ে পড়ার আহ্বান

অ্যাডমিট কার্ডে দেওয়া নির্দেশিকা ভালোভাবে পড়তে হবে, যাতে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বা পরীক্ষায় অংশগ্রহণে কোনো সমস্যা না হয়।

4. পরীক্ষাকেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্ত

পড়ুন:  BREAKING NEWS: ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এল

পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ প্রার্থীর ছবি বা স্বাক্ষর অনুপস্থিত থাকলে, অথবা অ্যাডমিট কার্ডের তথ্য ও OMR শিটে দেওয়া স্বাক্ষর/চেহারার অমিল থাকলে, প্রার্থীকে পরীক্ষায় বসতে না দেওয়ার অধিকার রাখে।

5. প্রোভিশনাল অ্যাডমিট কার্ড মানেই যোগ্যতা স্বীকৃত নয়

এই অ্যাডমিট কার্ড কেবল প্রোভিশনাল। এটি কোনোভাবেই প্রার্থীর যোগ্যতা কমিশনের কাছে গৃহীত হয়েছে—এমন প্রমাণ নয়। যোগ্যতা যাচাই পরীক্ষার আগে, অনলাইন বা অফলাইনে, এমনকি কাউন্সেলিং পর্যায় পর্যন্ত চলতে থাকবে।

পড়ুন:  SSC: কারা ওএমআর নষ্ট করে অযোগ্যদের নিয়োগ দিলেন? সিবিআই চার্জশিটে এসএসসি দুর্নীতির এই ‘চারমূর্তি’

প্রার্থীদের যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় তথ্য আপডেট করে প্রোভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে কমিশন।