Homeপশ্চিমবঙ্গBig News: শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হল! যা জানাল কমিশন.... দেখেনিন...

Big News: শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হল! যা জানাল কমিশন…. দেখেনিন এক ক্লিকেই

মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করল। একনজরে দেখেনিন -

শিক্ষক নিয়োগের ফল: শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হল। মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হল। মাদ্রাসা সার্ভিস কমিশন প্রেস রিলিজ করেছে। চাকরি প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। 

প্রেস রিলিজ

১. সহকারী শিক্ষকের 1729 টি পদে নিয়োগের অনুমোদনের পর, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 7 SLST(AT) TET এবং মেইন পরীক্ষার মাধ্যমে নিম্নলিখিত বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে –

ক প্রাথমিক-TET (I-IV)-47 পদ
খ. উচ্চ প্রাথমিক- TET (V-VIII)-609 পদ
গ. মাধ্যমিক – মেইন পরীক্ষা (IX-X)-811 পদ
ঘ. উচ্চ মাধ্যমিক – মেইন পরীক্ষা (XI-XII)-262 পদ

পড়ুন:  সময়ে সময়ে বেতন বৃদ্ধি হলেও সমানে ঠকেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা! DA মামলার মাঝেই ডিএ এবং পে কমিশন নিয়ে শোরগোল

২. কমিশন ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত এবং এটি ওয়েবসাইটে www.wbmsc.com 21.12 2024 তারিখে সন্ধ্যা 6:00 থেকে পাওয়া যাবে।

৩. সংক্ষেপে ফলাফল নিম্নরূপ:

ক. প্রাথমিক TET (I-IV): 2447 জন প্রার্থী পরীক্ষায় বসেন 47 টি পদের জন্য।
খ. উচ্চ প্রাথমিক-টেট (V-VIII): 609টি পদের জন্য 6156 জন প্রার্থী উপস্থিত হয়েছেন।

মোট 2210 জন প্রার্থী প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন এবং যোগ্য প্রার্থীদের জন্য মেইন পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। 

গ. মাধ্যমিক – মেইন পরীক্ষা (IX-X): 811টি পদের জন্য 98215 জন প্রার্থী উপস্থিত হয়েছেন

পড়ুন:  রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় খবর! মাসে মাসে ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে ! দুর্দান্ত এই প্রকল্পে আবেদন করুন

ঘ. উচ্চ মাধ্যমিক – মেইন পরীক্ষা (XI-XII)-39761 প্রার্থী 262টি পদের জন্য উপস্থিত হয়েছেন।

মোট 1740 জনে মেইন পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। সাক্ষাৎকার জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

৪. মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পদে দীর্ঘদিনের অমীমাংসিত নিয়োগও সম্পন্ন করেছে। সম্প্রতি মাদ্রাসার জন্য গ্রুপ-ডি কর্মীদের প্রক্রিয়া 1st SLST(NT)- এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল। সফল প্রার্থীদের খুব শীঘ্রই সুপারিশ করা হবে।

মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে, ২৮ জানুয়ারি টেট পরীক্ষা নেওয়া হয়। ৩রা মার্চ নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে দ্রুত শিক্ষক দেওয়া শুরু হবে। 

পড়ুন:  আপার প্রাইমারি পে স্কেল: রাজ্যে ১৪০৫২ জন শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন, বেতন-ডিএ-এইচআরএ দিয়ে হাতে মাসিক কত আসবে তাঁদের?

প্রসঙ্গত উল্লেখ্য, টেট ও নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলে ১ হাজার ৭২৯ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট ২৮ জানুয়ারি আরবি বিষয়ে টেটে পরীক্ষা দেন ২ লক্ষ ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী। অন্যদিকে, গত ৩ মার্চ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। সেখানেও কয়েক লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments