BIG NEWS: শিক্ষকের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ, ‘নিয়োগ সম্পূর্ণ বেআইনি’, জানাল আদলত

5221
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিরাট খবর সামনে এল। তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ওই শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিল। সিরাজুলকে কোনও ভাবেই চাকরিতে রাখা যায় না বলে জানিয়ে দিল আদালত। 

পড়ুন:  SSC: শিক্ষক নিয়োগ 'কেলেঙ্কারি' কি সর্বব্যাপী? সুপ্রিম কোর্ট রাজ্যকে জিজ্ঞাসা করেছে

এদিন, বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, “হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি।” আজ থেকেই বরখাস্তের নির্দেশ কার্যকর করতে হবে বলে জানিয়েছে আদালত।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিরাজুলের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তবে এই FIR-এর প্রভাব যাতে চাকরিতে না পড়ে, তাই আদালতের দ্বারস্থ হন সিরাজুল। যদিও কলকাতা হাইকোর্ট তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল।

পড়ুন:  PhD Admission: গবেষণা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর, পিএইচডি ভর্তির আবেদন চলছে

আজ বুধবার সিরাজুলের আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে। যদিও শুনানি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিরাজুলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত। হাওড়ার শিবপুর স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে এতদিন কাজ চালিয়ে যাচ্ছিলন সিরাজুল।